‘DVC-র সঙ্গে সম্পর্ক রাখব কিনা ভাবতে হবে’! বললেন মমতা | Bengal Floods

DVC water release Bengal floods পাঁশকুড়া: বৃষ্টি থেমে গিয়েছে৷ তবে জল ছাড়া বন্ধ করেনি ডিভিসি৷ রাজ্যকে না জানিয়েই নিয়মিত জল ছাড়ছে কর্তৃপক্ষ৷ যার ফলে ভুগতে…

DVC water release Bengal flood

DVC water release Bengal floods

পাঁশকুড়া: বৃষ্টি থেমে গিয়েছে৷ তবে জল ছাড়া বন্ধ করেনি ডিভিসি৷ রাজ্যকে না জানিয়েই নিয়মিত জল ছাড়ছে কর্তৃপক্ষ৷ যার ফলে ভুগতে হচ্ছে বাংলাকে৷ বানভাসি হাওড়া, হুগলি, বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমানের বিস্তীর্ণ এলাকা। বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদী। বুধবার রাতেও নতুন করে জল ঢুকেছে এই সব এলাকায়৷  (DVC water release Bengal flood)

man made flood

Bengal flood

হুগলির পর এদিন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বানভাসি এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দেন তিনি। পাঁশকুড়ার বন্য প্লাবিত এলাকাগুলি পরিদর্শনের পর পরিস্থিতি দেখে ডিভিসি-র বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মানুষকে এ ভাবে ডোবালে ডিভিসির সঙ্গে আর কোনও সম্পর্ক রাখব কিনা ভেবে দেখব।’’ এমনকি আন্দোলনের হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী।

DVC water release Bengal floods
MAMATA

CM Mamata Banerjee

মমতা বলেন, ‘‘ঝাড়খণ্ড থেকে জল ছাড়া হয়েছে। ডিভিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা৷ ঝাড়খণ্ডকে বাঁচাতে ৪লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। যা আগে কোনওদিন হয়নি।” মুখ্যমন্ত্রী জানান, পাঁচ লক্ষ পুকুর কেটে কপালেশ্বর কেলেঘাট প্রকল্পের মাধ্যমে অনেক এলাকাকে রক্ষা করা হয়েছে৷ ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য বিপিআরও তৈরি করা হয়েছে। আগামী ২ বছরের মধ্যে কাজ সম্পন্ন হবে। কিন্তু এই হারে ডিভিসিজল ছাড়লে সমস্যা হবে৷ তাঁর প্রশ্ন, ‘‘কেন কেন্দ্রীয় সরকার, ডিভিসি ড্রেজিং করে না? ডিভিসির জলে কেন বাংলা ডুববে,? আমরা কৈফিয়ত চাই।’’ এই পরিস্থিতিকে ম্যান মেড বন্যা বলেও উল্লেখ করেন তিনি৷

আরও পড়ুন-

ফের সন্দীপ-অভিজিতকে মুখোমুখি বসিয়ে জেরা!

আরজি কর-কাণ্ডে এ বার মিনাক্ষীকে CBI তলব

নবান্নের বৈঠকে প্রায় সব দাবিই মেনে নিল রাজ্য সরকার!

‘এক দেশ এক নির্বাচন’ হলে বিরোধীরা কেন অসুবিধায় পড়বে? One Nation One Election

নাবালকদের জন্য পেনশন প্রকল্প চালু করল কেন্দ্র, রয়েছে শেয়ার,বন্ডে বিনিয়োগের সুযোগ!

আরজি কর-কাণ্ডে এ বার মিনাক্ষীকে CBI তলব, আজই সিজিওতে যাচ্ছেন যুবনেত্রী CBI Summons Minakshi Mukherjee

Bengal: Despite the rain stopping, DVC continues releasing water without informing the state, causing floods in Howrah, Hooghly, Bankura, Medinipur, and Bardhaman. CM Mamata Banerjee criticizes DVC and central government for the situation