বৃহস্পতিবার কেমন থাকতে পারে NIFTY ও BANK NIFTY-র অবস্থা?

Nifty Trading Strategies কলকাতা:  মার্কিন বাজারের প্রভাব কি এবার সরাসরি পড়তে চলছে ভারতীয় বাজারে? ফেডে’র সুদের হার কমানোর সিদ্ধান্তের পর কি আরও চাঙ্গা হতে চলেছে…

Nifty Trading Strategies

Nifty Trading Strategies

কলকাতা:  মার্কিন বাজারের প্রভাব কি এবার সরাসরি পড়তে চলছে ভারতীয় বাজারে? ফেডে’র সুদের হার কমানোর সিদ্ধান্তের পর কি আরও চাঙ্গা হতে চলেছে নিফটি? ঠিক বলছে নিফটি ও ব্যাঙ্ক নিফটির চার্ট?

এই মুহূর্তে নিফটি ২৫৩০০-র স্তরে বেশ ভাল সাপোর্ট নিয়ছে৷ নিফটি যতক্ষুণ ২৫৩০০-র উপর থাকবে, ততক্ষুণ আপমুভ বজায় থাকবে৷ কিন্তু ২৫৩০০-র স্তর ভাঙলে নিউটির পরবর্তী সাপোর্ট ২৫১০০-র স্তর৷ তৃতীয় সাপোর্ট ২৫০০০, যদিও এই স্তরে রাইটিং বেশি৷

US Fed rate cut

কী বলছে ব্যাঙ্ক নিফটি? চার্ট বলছে, ব্যাঙ্ক নিফটি ৫২৩০০-র ঘর থেকে সাপোর্ট নিয়ে ধাক্কা খেয়েছে ৫৩ হাজারে৷ পরিস্থিতি যা, তাতে ব্যাঙ্ক নিফটিকে ৫৩ হাজারের স্তর অতিক্রম করা বেশ কঠিন হতে পারে৷
কারণ,  আমেরিকায় ফেডের বৈঠকে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত হয়েছে৷ তার জেরে মার্কিন বাজার চাঙ্গ হয়েছে বেশ খানিকটা৷ ফলে, এর প্রভাব ভারতের বাজারে কতটা পড়বে, সেটাই এখন দেখার৷  বৃহস্পতিবার বাজার খোলার প্রথম এক-দেড় ঘণ্টা ট্রেড না নিয়ে বাজার পরিস্থিতি বোঝার উপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ।

NIFTY technical analysis

মনে রাখা জরুরি, শেয়ার বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ বিষয়। অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন৷ টিভিতে, কাগজে, হোডিংয়ে, ফেসবুক, ইউটিউবে শেয়ার বাজার শেখানোর নামে রীতিমতো টাকা লুটের কারবার চলছে৷ ফলে, সাবধান! শেয়ার বাজারে পা রাখার আগে সবচেয়ে জরুরি ঝুঁকি পর্যালোচনা করা৷

শেয়ার বাজার সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন

মনে রাখবেন, এই প্রতিবেদনে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যেরই উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে৷ ‘আজ বিকেল’ কখনও কাউকে, কোথাও কোনও অর্থ বিনিয়োগের পরামর্শ দেয় না৷ শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর প্রকাশ করা হল৷ এখানে শেয়ার সম্পর্কে কোনও কল বা টিপ দেওয়া হয় না৷

Nifty Trading Strategies

Business:  Learn how the recent US Fed rate cut will impact the Indian stock market, especially NIFTY and BANK NIFTY. Get expert analysis and predictions for the Indian equity market.