‘এক দেশ এক ভোট’ চালুর পথে কেন্দ্র! মন্ত্রিসভায় কোবিন্দ কমিটির রিপোর্ট | One Nation One Election in India

One Election নয়াদিল্লি: প্রতি বছর ভিন্ন ভিন্ন সময়ে আর নির্বাচন নয়। এবার একই সঙ্গে গোটা দেশে হবে লোকসভা ও বিধানসভা ভোট। ‘এক দেশ এক ভোট’…

One Nation One Election

One Election

নয়াদিল্লি: প্রতি বছর ভিন্ন ভিন্ন সময়ে আর নির্বাচন নয়। এবার একই সঙ্গে গোটা দেশে হবে লোকসভা ও বিধানসভা ভোট। ‘এক দেশ এক ভোট’ (One Nation One Election in India) নীতি কার্যকরের পথে আর এক ধাপ এগিয়ে গেল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার৷ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়ে গেল প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ। আগামী সংসদ অধীবেশনেই এই প্রস্তাবনা পেশ করা হবে বলে মনে করা হচ্ছে৷

Elections

শীতকালীন অধিবেশনে এই বিল পাশ হয়ে গেলে, দেশে আর বছরে বছরে নির্বাচনের আয়োজন করতে হবে না। একইসঙ্গে লোকসভা-সহ সব বিধানসভায় নির্বাচন হবে।

Ramnath Kovind committee

দেশে নির্বাচন আয়োজন করতে যে বিপুল অর্থ খরচ করতে হয়, তা হ্রাস করতে  এবং নির্বাচন প্রক্রিয়াকে আরও সুষ্ঠ করতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত। ‘এক দেশ এক ভোট’ কার্যকরের প্রস্তব পর্যালোচনা ও এর দিশানির্দেশিকা

Modi Government

খুঁজতে গত বছরের ১ সেপ্টেম্বর রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল মোদী সরকার। লোকসভা ভোটের আগেই এই বিষয়ে আট খণ্ডে বিভক্ত ১৮ হাজার পাতার রিপোর্টটি জমা দেয় কোবিন্দ কমিটি। সেখানে এক দেশ এক ভোটের পক্ষেই মত দেওয়া হয়৷

 

আরও পড়ুন-

দিল্লির কুর্সিতে অতিশীকে বেছে নিলেন কেজরিওয়াল, 

সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি! 

কেজরিওয়াল যে সাহস দেখাচ্ছেন তা কী দেখাতে পারবেন মমতা? 

জম্মু-কাশ্মীর নির্বাচনে বিজেপির ক্ষমতা দখল কঠিন কেন? Jammu Kashmir Assembly Elections

পরিকল্পিতভাবে বাংলাকে ডোবাল ডিভিসি, ‘ম্যান মেড বন্যা’! Man-made flood

RG Kar-এর CCTV ফুটেজে ওঁরা কারা? খুঁজছে CBI

মোদীর জন্মদিনে অভিষেক শুভেচ্ছা জানালেও নীরব মমতা! ফের দূরত্ব?

পরিষ্কার হচ্ছে আকাশ, ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কি? Bengal Weather Update