পরিষ্কার হচ্ছে আকাশ, ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কি? Bengal Weather Update

কলকাতা: বৃষ্টি থেমেছে৷ মেঘ সরে এখন পরিষ্কার আকাশ৷ কিন্তু, পুজোর আগে কেমন থাকবে আবহাওয়া? ভারী বৃষ্টির সম্ভাবনা আর আছে কি? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?…

Bengal Weather Update

কলকাতা: বৃষ্টি থেমেছে৷ মেঘ সরে এখন পরিষ্কার আকাশ৷ কিন্তু, পুজোর আগে কেমন থাকবে আবহাওয়া? ভারী বৃষ্টির সম্ভাবনা আর আছে কি? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়৷ নিম্নচাপ সরে গিয়েছে৷ টানা কয়েক দিন বৃষ্টির পর আকাশ এখন ঝকঝকে৷ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টি হবে না। (Bengal Weather Update)

 

বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস Bengal Weather Update

তবে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ মৌসুমী অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে বঙ্গে। নিম্নচাপের কারণে তৈরি হওয়া জলীয় বাষ্পের জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে তাপমাত্রা খানিকটা বাড়বে।

Bengal Weather Update Bengal Monsoon Depression Bengal Monsoon Depression
বৃষ্টি

জল ছাড়ছে ডিভিসি

বৃষ্টি থামলেও, পুজোর আগে ডিভিসির জলে বিপদের মুখে হাওড়া, হুগলি,পূর্ব বর্ধমান,বাঁকুড়া। বন্যা পরিস্থিতি নিয়ে চিন্তায় রাজ্য প্রশাসনও। বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় তৈরি হচ্ছে বন্যা পরিস্থিতি। জলমগ্ন ঘাটাল থেকে আরামবাগ। ডুবছে ঘরবাড়ি৷ বিস্তীর্ণ এলাকাজুড়ে বাড়ছে প্লাবনের আশঙ্কা৷

Bengal Weather Update
বৃষ্টি

নদীর জল টইটুম্বুর

বিশ্বকর্মা পুজোর দিন থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হতে শুরু করেছে৷ তবে ডিভিসি-র জলে নদীগুলি একেবারে টইটম্বুর। বিভিন্ন জলাধারের জলের তলায় একের পর এক গ্রাম। তবে এই মুহূর্তে ভারী বৃষ্টির আশঙ্কা না থাকায় কিছুটা স্বস্তি মিলেছে৷ হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত কয়েক দিন কলকাতায় মোটামুটি শরতের নীলাকাশ দেখা যাবে৷ তবে রবিবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে৷ লাগাতার বৃষ্টি হলে দক্ষিণবঙ্গের পরিস্থিতি জটিল হয়ে উঠবে৷

উত্তরবঙ্গেও বৃষ্টি

দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হলেও উত্তরবঙ্গে আকাশের মুখ ভার। একাধিক জেলায় আকাশ থাকবে আংশিক মেঘে ঢাকা৷ তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। পার্বত্য অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

আরও পড়ুন-

সরেছে নিম্নচাপ, আজ থেকেই কমবে বৃষ্টির দাপট

দুয়ারে নিম্নচাপ! রাতভর মুশলধারে বৃষ্টি

কেজরিওয়াল যে সাহস দেখাচ্ছেন তা কী দেখাতে পারবেন মমতা? চর্চা শুরু নানা মহলে

বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী স্মৃতি ইরানি? মুখ্যমন্ত্রীর ইস্তফার সিদ্ধান্তে জল্পনা | Smriti Irani

UPI গ্রাহকদের জন্য সুখবর, ৩১ অক্টোবর থেকে পাবে এই সুবিধা | UPI Lite

শীঘ্রই দেশে শুরু হচ্ছে জনগণনা! জাত জানাতে হবে কি জনগণকে? India Census 2024

Weather: Bengal Weather Update. Clear skies in Bengal before Puja, with no heavy rain forecast. Alipore Meteorological Department reports no significant weather changes in the next 72 hours. Light rain expected in some districts. Stay updated on Bengal’s weather conditions.