মৃতার জিন্স ও অন্তর্বাসের কী হয়েছিল? সিবিআই রিপোর্ট উদ্বেগজনক: প্রধান বিচারপতি

নয়াদিল্লি:  সুপ্রিম শুনানিতে উঠে এল আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তের ত্রুটি! প্রশ্ন উঠল ফরেন্সিক তদন্ত নিয়ে৷ সোমবার সুপ্রিম কোর্টে শুনানির সময়…

chandrachur RG

নয়াদিল্লি:  সুপ্রিম শুনানিতে উঠে এল আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তের ত্রুটি! প্রশ্ন উঠল ফরেন্সিক তদন্ত নিয়ে৷

সোমবার সুপ্রিম কোর্টে শুনানির সময় আইনজীবী ফিরোজ ইদুলজি বলেন, ঘটনার পর দুটি সিজার লিস্ট থাকার কথা৷ আমি প্রথম থেকেই একটা প্রশ্ন করে আসছি যে, ময়নাতদন্তের সময় মৃতার জিন্সের প্যান্ট ও অন্তর্বাস নিয়ে যাওয়া হয়েছিল কি? কিন্তু পরে জানা যায়, সেগুলি নিয়ে যাওয়া হয়নি। মৃতার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হলেও, ঘটনাস্থলেই পরে থাকে তাঁর জিন্স ও অন্তর্বাস৷

এডুলজির বক্তব্য শোনার পর বিষয়টি উদ্বেগজনক বলেই মন্তব্য করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়৷ তিনি বলেন, আপনি সঠিক প্রশ্নই তুলেছেন।

আইনজীবী ফিরোজ ইদুলজি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আদালতের সামনে তুলে ধরেন৷ তিনি বলেন, ঘটনাস্থল থেকে পাওয়া নমুনা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু নমুনা সংগ্রহ করা হয়েছিল শুক্রবার৷ শনিবার ও রবিবার ফরেনসিক ল্যাব বন্ধ থাকে। আদৌ কি সঠিক ভাবে ফরেনসিক তদন্ত হয়েছে?

 

সিবিআই-যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে, তা অত্যন্ত ভয়ঙ্কর বলেই এদিন উল্লেখ করেন প্রধান বিচারপতি৷