পুজোর আগে ফের বাড়ল সোনার দাম, রুপোর দর কত?

কলকাতা: লক্ষ্মীবারে সোনাপ্রেমীদের জন্য দুঃসংবাদ৷ ফের দামি হল সোনা৷ গত কয়েক দিন ধরে লাগাতার কমছিল সোনার দাম৷ তবে বৃহস্পতিবার ফের উর্ধ্বমুখী হল হলুদ ধাতু৷  আজ…

Gold price increase September 2024 Gold Price

কলকাতা: লক্ষ্মীবারে সোনাপ্রেমীদের জন্য দুঃসংবাদ৷ ফের দামি হল সোনা৷ গত কয়েক দিন ধরে লাগাতার কমছিল সোনার দাম৷ তবে বৃহস্পতিবার ফের উর্ধ্বমুখী হল হলুদ ধাতু৷  আজ সোনা-রুপো কেলার প্ল্যান থাকলে দেখে নিন দার কত-(Gold price increase September 2024)

 

২২ ক্যারেট সোনার দাম

বৃহস্পতিবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দর যাচ্ছে ৬,৭১৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৬৭ হাজার ১৬০ টাকা আর ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৭১ হাজার ৬০০ টাকা।অর্থাৎ গতকালের চেয়ে সোনার দাম বেড়েছে ১০০ টাকা৷

২৪ ক্যারেট সোনার দাম

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনা কিনতে হলে আজ খরচ হবে ৭,৩২৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩ হাজার ২৬০ টাকা আর ১০০ গ্রাম সোনার দর ৭ লক্ষ ৩২ হাজার ৬০০ টাকা। এক্ষেত্রেও বেড়েছে ১০০ টাকা৷

১৮ ক্যারেট সোনার দাম

আজ ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪৯৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম  ৫৪ হাজার ৯৫০ টাকা। এবং ১০০ গ্রাম সোনার দাম ৫ লক্ষ ৪৯ হাজার ৫০০ টাকা।

বেড়েছে রুপোর দাও

সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও৷ ১০০ গ্রাম রুপো কিনতে গেলে দাম পড়বে ৮,৬৬০ টাকা। ১ কেজি রপোর দাম ৮৬ হাজার ৬০০ টাকা।

আরও পড়ুন-

এবার অন্তর্বাস তৈরি করবে রিলায়েন্স! 

দীপাবলিতেই বড় উপহার!

কমল জিএসটি! ক্যানসারের ওষুধ নিয়েও বড় খবর

Business- Gold prices surge again on Thursday after a continuous decline. Check today’s rates for 22K, 24K, and 18K gold. 22K gold is now ₹6,716 per gram, 24K gold is ₹7,326 per gram, and 18K gold is ₹5,495 per gram. Stay updated with the latest gold prices.Gold price increase September 2024.