নয়াদিল্লি: বাজেট পেশ হওয়ার আগে নরেন্দ্র মোদি সরকারের বাজেট নীতির বিরুদ্ধে ফের সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ টুইটারে তথ্য পরিসংখ্যান প্রকাশ করে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে কাটগড়ায় তুলে আক্রমণ শানিয়েছেন৷
টুইটে রাহুল গান্ধী লিখেছেন, ‘‘মোদি ও তাঁর স্বপ্নের অর্থনৈতিক উপদেষ্টা দল আক্ষরিক অর্থেই অর্থনীতিকে ঘুরিয়ে দিয়েছে৷ এর আগে জিডিপি ছিল ৭.৫ শতাংশ৷ মূল্যস্ফীতি ছিল ৩.৫ শতাংশ৷ আর এখন জিডিপি দাঁড়িয়েছে ৩.৫ শতাংশ৷ মূল্যস্ফীতি হয়েছে ৭.৫ শতাংশ৷ প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর পরবর্তী ধাপে কী করবেন তা আমার ধারণা নেই৷’’
Modi & his dream team of economic advisors have literally turned the economy around.
Earlier:
GDP: 7.5%
Inflation: 3.5%Now:
GDP: 3.5%
Inflation: 7.5%The PM & FM have absolutely no idea what to do next. #Budget2020
— Rahul Gandhi (@RahulGandhi) January 29, 2020