অভিজিতের পর অগ্নিমিত্রা! বিজেপি বিধায়ককে দেখেই ‘গো ব্যাক’ স্লোগান জুনিয়র ডাক্তারদের

কলকাতা: আরজি কর কাণ্ডে বিচার চেয়ে আন্দলনে অনড় জুনিয়র চিকিৎসকেরা। মঙ্গলবার দুপুর থেকেই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে অনড় তাঁরা। দাবি না মানা পর্যন্ত অবস্থান থেকে…

Agnimitra Pal

কলকাতা: আরজি কর কাণ্ডে বিচার চেয়ে আন্দলনে অনড় জুনিয়র চিকিৎসকেরা। মঙ্গলবার দুপুর থেকেই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে অনড় তাঁরা। দাবি না মানা পর্যন্ত অবস্থান থেকে তাঁরা সরবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷ বুধবার প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে পৌঁছন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল৷ তিনি পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। অগ্নিমিত্রাকে দেখা মাত্রই ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন জুনিয়র ডাক্তাররা। (Junior Doctors Protest Turns Tense as BJP MLA Visits)

অগ্নিমিত্রাকে দেখে ‘গো ব্যাক’

মঙ্গলবার ছ’দফা দাবিতে ‘স্বাস্থ্য ভবন’ অভিযানে নামেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। তবে তাঁরা স্বাস্থ্য ভবন পর্যন্ত পৌঁছতে পারেননি৷ ১০০ মিটার আগেই তাঁদের মিছিল আটকায় পুলিশ। সেখানেই অবস্থানে বসে পড়েন তাঁরা৷ বুধবার দুপুরে তাঁদের অবস্থান মঞ্চে অগ্নিমিত্রা পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন জুনিয়র চিকিৎসকরা। ওঠে গো ব্যাক স্লোগান৷ তাঁদের একটাই কথা, ‘‘এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক। এই লড়াই কোনও দলের বিরুদ্ধে নয়।’’

আরও পড়ুন-

একাধিক শর্তে অনুব্রত কন্যার জামিন মঞ্জুর

সন্দীপের বাড়িতে হানা দিয়ে কী কী নথি হাতে এল ইডি-র

জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে রোগী মৃত্যু

বিজেপি-সিপিএম-কংগ্রেস নয়,

 

Bengal: Junior doctors in West Bengal staged a protest in front of Swastha Bhavan demanding justice in the ‘Arji Kar’ case. The protest turned tense when BJP MLA Agnimitra Pal visited the site, leading to heated exchanges and slogans against her.