বাজেট ২০২০: আগামী অর্থবর্ষে কতটা বাড়বে GDP? পূর্বাভাস কেন্দ্রের

বাজেট ২০২০: আগামী অর্থবর্ষে কতটা বাড়বে GDP? পূর্বাভাস কেন্দ্রের

3 stocks recomended

নয়াদিল্লি: আগামী অর্থবর্ষে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি বৃদ্ধির হার ৬ শতাংশ হতে পারে৷ আগামী অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে জিডিপি ব হার আরও বাড়বে বলে আশার বাণী কেন্দ্রের৷

সংসদে ২০১৯-২০-র অর্থনৈতিক সমীক্ষা পেশ করেন অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন জানিয়েছেন, এই সমীক্ষায় বলা হয়েছে, জিডিপি বৃদ্ধি ধীর গতিতে হবে৷ সমীক্ষায় দ্বিতীয়ার্ধে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাওয়া পাশাপাশি গ্রামাঞ্চলে ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাবে বলেও জানানো হয়েছে৷ 

শিল্পের কাজের গতি, উৎপাদ শিল্পেও অগ্রগতি মিলবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী৷ বৈদেশিক মুদ্রা বিনিময় বৃদ্ধি ও জিএসটি রাজস্ব সংগ্রহের হার বৃদ্ধি পাওয়ার কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী৷ কেন্দ্রের আর্থিক সমীক্ষায় আরও বলা হয়েছে, উর্ধ্বমুখী বা নিম্নমুখী উভয়ে ঝুঁকি প্রবণতা বিশ্লেষণ করে ভারতের জিডিপি বিকাশ হার ২০২০-২০২১ অর্থবর্ষে ৬ শতাংশ থেকে ৬.৫ শতাংশের মধ্যে থাকবে৷ এর ফলে, ২০২০-২০২১ অর্থনীতিতে মজবুত অবস্থা ফিরে আসবে বলে আভাস দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 16 =