একই আন্দোলন বারবার হলে ক্লিশে হয়ে যায়, কিন্তু আরজি কর ইস্যু ব্যতিক্রমী কেন?

কলকাতা:  আরজিকর ইস্যুতে যত দিন যাচ্ছে ততই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। রবিবার ফের ‘রাত দখল’ কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালিত হল রাজ্য জুড়ে। গত ১৪ আগস্ট…

RG Kar protests RG Kar Hospital case West Bengal elections 2026

কলকাতা:  আরজিকর ইস্যুতে যত দিন যাচ্ছে ততই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। রবিবার ফের ‘রাত দখল’ কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালিত হল রাজ্য জুড়ে। গত ১৪ আগস্ট ‘রাত দখল’ কর্মসূচি সাড়া ফেলে দেয় রাজ্য তথা দেশ জুড়ে। এরপর গত বুধবার রাতে আলো নিভিয়ে প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করেন কলকাতা তথা রাজ্যের মানুষ। একই ভাবে সেদিন রাস্তায় নামতে দেখা যায় হাজার হাজার মানুষকে।

রাত দখলের ডাকে রাস্তায় লক্ষ মানুষ

এরপর রবিবার ফের ‘রাত দখল’-এর ডাকে রাস্তায় ছিলেন কয়েক লক্ষ মানুষ। অর্থাৎ একই ধরনের আন্দোলন কিন্তু বারবার দেখা যাচ্ছে শহর তথা জেলা জুড়ে। আর প্রত্যেকটি আন্দোলন সফল হচ্ছে। সাধারণত এই ধরনের আন্দোলন যখন প্রথম হয় তখন তা নিয়ে মানুষের আগ্রহ সবচেয়ে বেশি থাকে। এরপর একই ধরনের আন্দোলন হলে তা নিয়ে মানুষের আগ্রহ কিছুটা হলেও কমতে থাকে। কিন্তু আরজি কর ইস্যুতে প্রতিবাদ আন্দোলন স্তিমিত হওয়া তো দূরের কথা, দিন দিন তা অন্য মাত্রায় পৌঁছে যাচ্ছে।

তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ

ঘটনা হল নির্যাতিতার মর্মান্তিক পরিণতির পর তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে। সেই সূত্রে অভিযোগ ওঠে কলকাতা পুলিশের উদাসীনতার কারণেই প্রমাণ লোপাট হয়েছে আর জি কর হাসপাতালের সেমিনার হল থেকে। শুধু তাই নয়, এই ইস্যুতে সরাসরি কলকাতা পুলিশের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ তুলেছেন প্রতিবাদীদের বড় অংশ। একই অভিযোগ করছে তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলি।

আন্দোলন সংঘটিত হচ্ছে রাজপথে

মূলত সেই কারণেই আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে এক সিভিক ভলান্টিয়ার গ্রেফতার হওয়ার পরেও সাধারণ মানুষ তাতে খুশি নন। সাধারণ মানুষের দাবি এই ঘটনায় আরও অনেকে যুক্ত রয়েছেন। তাঁদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তবেই নির্যাতিতা বিচার পাবেন। সেই সূত্রেই একের পর এক আন্দোলন সংঘটিত হচ্ছে রাজপথে। আর প্রত্যেকটি আন্দোলনের মারাত্মক অভিঘাত দেখা যাচ্ছে।

‘রাত দখল’ কর্মসূচি

তাই ‘রাত দখল’ কর্মসূচির পাশাপাশি অন্যান্য কর্মসূচি বারবার হওয়া সত্ত্বেও প্রত্যেকটিতেই ভিড় উপচে পড়তে দেখা যাচ্ছে। যা নজিরবিহীন বললেও কম বলা হয়। একই আন্দোলন বারবার হলেও তা ক্লিশে হয়ে যাচ্ছে না। উল্টে সেই আন্দোলনের তীব্রতা আরও বাড়ছে। এমন ট্রেন্ড বাংলায় অতীতে দেখা যায়নি। যে বিষয়টি নিঃসন্দেহে জায়গা করে নিল ইতিহাসের পাতায়।

আরও পড়ুন-

বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ! উঠছে বহু প্রশ্ন

পুজো মণ্ডপের বাইরে কোন দায়িত্বে থাকবেন বিজেপি নেতাকর্মীরা?

রিজওয়ানুরের পর আরজিকর কাণ্ড, ফের কলকাতা পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন

কোন অঙ্কে সুখেন্দু শেখরের বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেওয়া কঠিন তৃণমূলের কাছে?

আরজি কর-কাণ্ড: ‘বেসুরো’ শাসক ঘনিষ্ঠ কবি সুবোধ! বিলম্বিত সু-বোধ?

বামেদের মতোই কি হাল হচ্ছে তৃণমূলের? 

আরজি কর আবহের মধ্যে কোন তথ্য অস্বস্তি বাড়াল তৃণমূলের?

চেন সিস্টেমে এবার উঠে আসবে পরপর নাম? 

Politics: The protests against the RG Kar Hospital incident continue to gain momentum, defying the usual trend of declining interest over time. This article explores the reasons behind the sustained public outrage and the factors fueling the ongoing demonstrations. RG Kar protests.