বাজেট ২০২০: ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থা আসছে আমূল বদল, সমীক্ষা কেন্দ্রর

বাজেট ২০২০: ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থা আসছে আমূল বদল, সমীক্ষা কেন্দ্রর

imagesmissing

নয়াদিল্লি: ভারতের ব্যাঙ্কিং শিল্পে কমপক্ষে ৭০ শতাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির দখলে৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করে জানিয়েছেন, ভারতীয় অর্থনীতির আয়তনের তুলনায় ভারতীয় ব্যাঙ্কগুলির কাজকর্ম অতিক্ষুদ্র৷ ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত হতে গেলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির দক্ষতা বাড়ানো প্রয়োজন৷ 

অর্থমন্ত্রীর মতে, ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি গড়তে গেলে অত্যাধুনিক প্রযুক্তি আনা দরকার৷  ব্যাঙ্ক কর্মচারীদের ব্যাঙ্কের শেয়ার বিক্রি ও ব্যাঙ্কিং বোর্ডে কর্মচারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধির মাধ্যমে তাঁদের উৎসাহ দিতে বলা হয়েছে সমীক্ষায়৷ 

বর্তমানে বিশ্বের প্রথম ১০০টি ব্যাঙ্কের মধ্যে ভারতের মাত্র ১টি ব্যাঙ্ক রয়েছে৷ সমীক্ষায় বলা হয়েছে, গত ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকা মানুষদের ব্যাঙ্কমুখী করা গিয়েছে৷ সমীক্ষায় দাবি করা হয়েছে, ডিজিটাল লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে৷ গত ৫ বছরে সরাসরি অ্যাকাউন্টে জমা পড়ার টাকার পরিমাণ বহুগুন বেড়েছে৷  সমীক্ষায় বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে আধুনিক প্রযুক্তি ব্যবহারে জোর দিতে হবে৷ এমন প্রযুক্তি তৈরি করতে হবে, যাতে ঋণ গ্রহীতাদের সমস্ত তথ্য দ্রুত পাওয়া যায় ও সিদ্ধান্তও নেওয়া যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *