প্রতীকী মস্তিষ্ক, হাতে ঝাঁটা নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র ডাক্তারদের

নয়াদিল্লি: আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে লাগাতার আন্দোলন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা৷ তবে মঙ্গলবার বিকেলের মধ্যে তাঁদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সুপ্রিম…

Junior doctors protest Kolkata junior doctors protest Symbolic protest against health department

নয়াদিল্লি: আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে লাগাতার আন্দোলন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা৷ তবে মঙ্গলবার বিকেলের মধ্যে তাঁদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ বিকেল ৫টা তাঁদের ডেডলাইন৷ আদালত স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তাঁরা কাজে যোগ দিলে তাঁদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেবে না রাজ্য। আদালতের নির্দেশ আসার পর আজ, মঙ্গলবার স্বাস্থ্যভবন অভিযানের কথা ঘোষণা করে আরজি করের আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সংগঠন। (Junior doctors protest Kolkata, Symbolic protest against health department)

প্রতীকী মস্তিষ্ক হাতে প্রতিবাদ

পরিকল্পনা মাফিক আজ সকালে সল্টলেক করুণাময়ী পৌঁছন তাঁরা৷ সেখান থেকে স্বাস্থ্যভবনের উদ্দেশে রওনা দেন। হাতে ছিল ঝাঁটা৷ ‘ঘুঘুর বাসা’ ভাঙতেই প্রতীকী ভাবে এই ঝাঁটা হাতে তুলে নেন তাঁরা। পাশাপাশি নিয়ে যায় প্রতীকী মস্তিষ্ক৷ স্বাস্থ্যভবনের কর্তাদের এই প্রতীকী মস্তিষ্ক উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন জুনিয়র ডাক্তারেরা। তাঁদের বার্তা, এ বার অন্তত যেন মাথা খাটিয়ে কাজ করে স্বাস্থ্য ভবন৷

আরও পড়ুন-

সন্দীপের ইশারায় আরজি করে ‘থ্রেট কালচার’!

 

BengalJunior doctors in Kolkata continue to protest demanding justice for a colleague’s rape and murder. Despite the Supreme Court’s order to resume work, doctors plan a symbolic protest against the health department’s negligence. Junior doctors protest Kolkata.