সন্দীপের ইশারায় আরজি করে ‘থ্রেট কালচার’! ৫১ চিকিৎসককে তলব

কলকাতা: সন্দীপ ঘোষের আমলে একের পর এক দুর্নীতি হয়েছে আরজি করে। ক্যাম্পাসে তৈরি করা হয়েছিল ভয়ের বাতাবরণ৷ পরীক্ষায় ছাত্রছাত্রীদের ফেল করানো থেকে আর্থিক বেনিয়ম, বিভাগীয়…

RG Kar Medical College

কলকাতা: সন্দীপ ঘোষের আমলে একের পর এক দুর্নীতি হয়েছে আরজি করে। ক্যাম্পাসে তৈরি করা হয়েছিল ভয়ের বাতাবরণ৷ পরীক্ষায় ছাত্রছাত্রীদের ফেল করানো থেকে আর্থিক বেনিয়ম, বিভাগীয় প্রধানদের হুমকি দেওয়ার মতো ঘটনা হয়ে উঠেছিল হাসপাতালের অভ্যন্তরীণ কালচার৷ এই কালচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫১ জন জুনিয়র চিকিৎসককে চিঠি দিল আরজি কর কর্তৃপক্ষ। যাঁরা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলেও পরিচিত৷ (threat culture in RG Kar Medical College)

 

কলেজে ‘থ্রেট কালচার’

সোমবার কলেজ কাউন্সিলিংয়ের বিশেষ বৈঠক হয়৷ ওই বৈঠকেই সন্দীপ-ঘনিষ্ঠ সৌরভ পাল, আশিস পাণ্ডে, রোহন কুণ্ডু-সহ ৫১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান আন্দোলনকারীরা। তাঁদের দাবি, এই ৫১ জন ছিল সন্দীপ ঘোষের ডান হাত৷ তাঁর হয়ে গোটা কলেজে ‘থ্রেট কালচার’ তৈরি করেছিলেন তাঁরা। সেই দাবির প্রেক্ষিতেই ৫১ জনকে তদন্ত কমিটির সামনে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়। বুধবার তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে৷

আরও পড়ুন-

‘এক্সেল শিট জুড়ে টাকার হিসাব’ 

কর্মবিরতিতে অনড়! 

 

 Bengal: investigation reveals a culture of fear and corruption under former principal Sandeep Ghosh at RG Kar Medical College. 51 junior doctors, close to Ghosh, face inquiries for their involvement in creating a ‘threat culture’ on campus