বাজেট ২০২০: অর্থিক সমীক্ষায় ‘অদৃশ্য শক্তি’র ভয় কেন্দ্রের!

বাজেট ২০২০: অর্থিক সমীক্ষায় ‘অদৃশ্য শক্তি’র ভয় কেন্দ্রের!

3 stocks recomended

নয়াদিল্লি: গোটা বিশ্বের অর্থনৈতিক ইতিহাসে তিন-চতুর্থাংশেরও বেশি দখল করে রেখেছে ভারত৷  এর মধ্যে বেশিরভাগ সম্পদ সৃষ্টির জন্য৷ সংসদে  অর্থনৈতিক সমীক্ষা পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, ভারতীয় অর্থনীতি উদারীকরণের পর চিরাচরিত পরম্পরা ও আধুনিকতার মিশেলে দেশের অর্থনীতি কীভাবে এগিয়েছে তা লক্ষ্য করা যাচ্ছে৷ জিডিপি ও মাথাপিছু জিডিপি শেয়ার বাজারের সম্পদ সৃষ্টির সঙ্গে সম্পৃক্ত৷ উদারীকরণের পর দেখা গিয়েছে, দেশের উন্নতি হয়েছে উল্লেখযোগ্যভাবে৷ 

সমীক্ষায় স্পষ্টভাবে বলা হয়েছে, ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত হতে গেলে বাজারের অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করতে হবে৷ কেননা, যে কোনও নীতির মূলে থাকে সামাজিক উন্নয়ন৷  নানা প্রতিবন্ধকতার জন্যও নীতি প্রণেতাদের নজর দিতে হয় নীতির কার্যকারিতার ওপর৷ যেমন যেটুকু সম্পদ জমি, মানবসম্পদ, মূলধন যতটুকু যাই পাওয়া যাক না কেন, তা চূড়ান্ত ব্যবহার করা৷

গত পাঁচ বছরে সহজে ব্যবসা করার সুবিধা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও দাবি করা হয়েছে৷ অর্থনৈতিক স্বাধীনতার আরও ব্যপ্তি ঘটেছে৷ তবুও এই সংস্কারের কাজ চালিয়ে যেতে হবে, যাতে বিশ্ব ব্যাঙ্কের ক্রমপর্যায় তালিকায় ভারত প্রথম ৫০-এর তালিকায় জায়গা করে নিতে পারে৷ অর্থনীতিতে সম্পদ সৃষ্টির অর্থ হল সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি ও জীবনের মানোন্নয়ন৷ সেকারণে প্রতিদিন সুলভে যাতে খাবার পান একজন সাধারণ মানুষ, তার দিকে নজর রেখে আর্থিক নীতির লক্ষ্য হওয়া উচিৎ বলেও জানানো হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =