গোপনাঙ্গ ছুঁয়ে প্রশ্ন, ‘ডু ইউ লাইক দিস?’ গ্রেফতার হয়েছিলেন সন্দীপ!

কলকাতা: আরজি কর-কাণ্ডে যখন উত্তাল দেশ দুনিয়া, তখন সামনে এল ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর পোর্টালে প্রকাশিত সাত বছরের পুরনো একটি রিপোর্ট৷ কিন্তু এর সঙ্গে আরজি…

andeep Ghosh controversy RG Kar Hospital controversy

কলকাতা: আরজি কর-কাণ্ডে যখন উত্তাল দেশ দুনিয়া, তখন সামনে এল ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর পোর্টালে প্রকাশিত সাত বছরের পুরনো একটি রিপোর্ট৷ কিন্তু এর সঙ্গে আরজি করের যোগ কোথায়? যোগ আছে বৈকি৷ (RG Kar Hospital ex-principal abuse case, Sandeep Ghosh controversy)

আপত্তিকর ভাবে শরীরে হাত

২০১৭ সাল। হংকং-এ কাউলুনের কুইন এলিজাবেথ হাসপাতালে উঠে নির্যাতনের অভিযোগ। ওই হাসপাতালের এক নার্সিং ছাত্র হংকং পুলিশের কাছে অভিযোগ জানান, এক বিদেশি অর্থোপেডিক ডাক্তার, যিনি কিনা আবার বাঙালি, তিনি আপত্তিকর ভাবে তাঁর শরীরে হাত দিয়েছেন৷ অভিযোগ পেয়েই ওই বাঙালি ডাক্তারকে গ্রেফতার করে হংকং পুলিশ৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সাত বছর আগের এই নিউজ৷ কারণ, এই বাঙালি ডাক্তার আর কেউ নন, আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷ হাসপাতালে আর্থিক দুর্নীতির পাশাপাশি তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনাতেও নাম জড়িয়েছে তাঁর৷

সরকারি অনুমতি ছাড়াই বিদেশ সফর

এই সময়ে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে,  ২০১৭ সালে সন্দীপ ছিলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রধান৷ সেই সময় চিকিৎসা-শিক্ষা সংক্রান্ত একটি অনুষ্ঠানে হংকংয়ের কাউলুন শহরে যান তিনি। পরে জানা যায়, তিনি নাকি  সরকারি অনুমতি ছাড়াই ওই সফরে গিয়েছিলেন৷ তাঁর বিরুদ্ধে ভিজিল্যান্সও হয়। তবে সেই রিপোর্ট ধামাচাপা পড়ে যায়

পশ্চাদ্দেশে আপত্তিকর ভাবে চাপড় সন্দীপের

অভিযোগ, কাউলুনের কুইন এলিজাবেথ হাসপাতালের ওই নার্সিং ছাত্রের বাঁ দিকের পশ্চাদ্দেশে আপত্তিকর ভাবে চাপড় মেরে আটক হয়েছিলেন সন্দীপ৷ ওই নার্সিং ছাত্রের অভিযোগ ছিল, বছর পঁয়তাল্লিশের সন্দীপ তাঁর পশ্চাদ্দেশে চাপড় মেরে তাঁর গোপনাঙ্গ স্পর্শ করতে চেয়েছিলেন। তাঁকে বলেছিলেন, ‘ডু ইউ লাইক দিস?’

অভিযোগ পেয়েই সন্দীপকে হেফাজতে নেয় হংকং পুলিশ। কয়েক দিন তাঁকে আটকে রাখাও হয়েছিল৷

আরও পড়ুন-

পুজো মণ্ডপের বাইরে কোন দায়িত্বে থাকবেন বিজেপি নেতাকর্মীরা?

কোন অঙ্কে সুখেন্দু শেখরের বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেওয়া কঠিন তৃণমূলের কাছে?

RG Kar: কেন আগেই টাকা অফারের অভিযোগ নয়?

খাট-ওষুধ-সরঞ্জাম নিয়ে কোটি কোটির দুর্নীতি!

আরজি কর-কাণ্ড: ‘বেসুরো’ শাসক ঘনিষ্ঠ কবি সুবোধ!

‘চটি-চাটা’ থেকে ‘রাম-বাম’,

সন্দীপের আরও দু’খানা ফ্ল্যাট!

দরজায় তালা! সন্দীপের দুয়ার থেকেই ফিরল ED

RG Kar : নির্যাতিতা গণধর্ষিত নন!

ঘটনার পরদিনই ক্রাইম সিনের পাশে ‘সংস্কারে’র নির্দেশ! 

 

 Bengal: Controversy erupts as a 7-year-old report from South China Morning Post links RG Kar Hospital’s ex-principal to an abuse case in Hong Kong. Allegations of financial corruption and a young doctor’s death also surface. Discover the full story and implications. Sandeep Ghosh controversy