এক ধাক্কায় প্রায় ৫০% কমল ভারতীয়দের খাই খরচ! বলছে সমীক্ষা রিপোর্ট

নয়াদিল্লি: এক ধাক্কায় অনেকটাই কমল ভারতীয়দের খাই-খরচ৷ স্বাধীনতার পর এই প্রথম কোনও পরিবারে হেঁশেল খবর অর্ধেকে এসে ঠেকেছে বলে উঠে এল সমীক্ষা রিপোর্টে৷ প্রধানমন্ত্রীর আর্থিক…

Household food expenses. Decline in food spending India. India food consumption decrease

নয়াদিল্লি: এক ধাক্কায় অনেকটাই কমল ভারতীয়দের খাই-খরচ৷ স্বাধীনতার পর এই প্রথম কোনও পরিবারে হেঁশেল খবর অর্ধেকে এসে ঠেকেছে বলে উঠে এল সমীক্ষা রিপোর্টে৷ প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের তরফে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে৷ যা উদ্বেগজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ৷ (Household food expenses)

ভারতীয়দের খাদ্যাভাসে কী ভাবে বদল

সম্প্রতি প্রধানমন্ত্রীর দফতরে ‘চেঞ্জেস ইন ইন্ডিয়াজ ফুড কনজাম্পশন অ্যান্ড পলিসি ইমপ্লিকেশন: আ কম্প্রিহেনসিভ অ্যানালাইসিস অফ অফ হাউসহোল্ড কনজাম্পশন এক্সপেনডিচার সার্ভে ২০২২-২৩ অ্যান্ড ২০১১-১২’ শীর্ষক সমীক্ষা রিপোর্টে সাফ জানানো হয়েছে যে, ভারতীয়দের খাদ্যাভাসে কী ভাবে বদল এসেছে৷

সর্বত্রই মানুষের খাই খরচ কমেছে

গ্রাম থেকে শহর, সর্বত্রই মানুষের খাই খরচ কমেছে৷ বেড়েছে গৃহস্থালির খরচ৷ সেই তালিকায় সবার উপরে রয়েছে সিকিম৷ উত্তর পূর্বের এই রাজ্যে ব্যয় বৃদ্ধির পরিমাণ ৩৯৪ শতাংশ৷

কমেছে শস্যজাত খাবারের ব্যয়

সমীক্ষকদের দাবি, খাই খরচের ক্ষেত্রে সবচেয়ে কমেছে শস্যজাত খাবারের ব্যয়। ‘সরকারের খাদ্য নিরাপত্তা নীতি যে ভালোভাবে কাজ করছে, সেটাই তার প্রমাণ৷ দেশজুড়ে বিনামূল্যে খাদ্য শস্য সরবরাহ করার ফলে আর্থিকভাবে পিছিয়ে পড়া ২০ শতাংশ পরিবার সুবিধা ভোগ করছে৷ সমীক্ষা রিপোর্টে তেমনটাই জানিয়েছে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ।

আরও পড়ুন-

SEBI-Adani যোগ?

এশিয়ার সবচেয়ে ধনী ভারতীয় এই গ্রামের নাম

আদানি গোষ্ঠীর ৪৫ হাজার কোটি টাকা ঋণ মকুব!

 

Business: A new survey has revealed a significant decrease in food consumption among Indian households. This decline, especially in cereal consumption, is attributed to government food security programs. Experts are concerned about the implications of this trend on the overall health and well-being of the population. Decline in food spending India. Household food expenses.