আরজি কর-কাণ্ডের প্রতিবাদ, ২৫ দেশের ১৩০টি শহরে পথে প্রবাসীরা

লন্ডন: আরজি কর-কাণ্ডে প্রতিবাদের ঝড় উঠেছে দিকে দিকে৷ এই ঘটনা এখন আর কোনও রাজ্য বা দেশের নয়৷ প্রতিবাদের গর্জন ছড়িয়ে পড়ছে বিদেশেও৷ বিশ্বের অন্তত ২৫টি…

global demonstration against RG Kar RG Kar case protests

লন্ডন: আরজি কর-কাণ্ডে প্রতিবাদের ঝড় উঠেছে দিকে দিকে৷ এই ঘটনা এখন আর কোনও রাজ্য বা দেশের নয়৷ প্রতিবাদের গর্জন ছড়িয়ে পড়ছে বিদেশেও৷ বিশ্বের অন্তত ২৫টি দেশে আরজি করের ঘটনার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছিল রবিবার। প্রতিবাদের ঝড় উঠেছিল ১৩০টি শহরে৷  সেই তালিকায় রয়েছে আমেরিকা, জাপান-সহ ইউরোপের একাধিক দেশ। মূলত প্রবাসী ভারতীয়েরাই এই কর্মসূচি নিয়েছিল৷ সামিল হয়েছিলেন বহু বাঙালি। (RG Kar protest , Global demonstration against RG Kar, Worldwide protests against RG Kar)

আমেরিকার ৬০ শহরে বিক্ষোভ

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে রবিবার আমেরিকার ৬০টি শহরে বিক্ষোভ হয়। একজোট হয়ে আন্দোলন চলে আটলান্টা, ডাবলিন, সান দিয়েগো, বস্টন, হিউস্টন, আইওয়া, মিনেয়াপোলিস, নিউ ইয়র্ক, সিয়াটল, ট্যাম্পা, ভার্জিনিয়া-র মতো শহরে। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান ওঠে জাপান, তাইওয়ান, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, কানাডা, সাউথ আফ্রিকা, জার্মানি, জাম্বিয়া, নেদারল্যান্ডস, সুইৎজারল্যান্ড, সুইডেন, চেক প্রজাতন্ত্র, স্পেন, নিউ জিল্যান্ডেও৷ নির্যাতিতার বিচার চেয়ে প্রতিবাদ হয়েছে ব্রিটেনের বেলফাস্ট, বার্মিংহাম, কার্ডিফ কেমব্রিজ, এডিনবরা, লিডস, লেস্টার, ম্যানচেস্টারের মতো শহরে৷

আরও পড়ুন-

ভারতের শর্তেই শেষ রাশিয়া ইউক্রেন যুদ্ধ!

হাসিনা ইস্যু! ভারত বাংলাদেশের সম্পর্কে ‘ব্যাড এফেক্ট’?

World: The RG Kar case has triggered widespread protests globally. The Indian diaspora has taken to the streets in major cities worldwide demanding justice for the victims. Join the movement and demand justice for RG Kar. Global demonstration against RG Kar. RG Kar protest .