বাজেট ২০২০: মানবোন্নয়ন সূচকে কী অবস্থা ভারতের? সমীক্ষা কেন্দ্রের

বাজেট ২০২০: মানবোন্নয়ন সূচকে কী অবস্থা ভারতের? সমীক্ষা কেন্দ্রের

3 stocks recomended

নয়াদিল্লি: বাজেট পেশের আগে অর্থিক সমীক্ষা প্রকাশ করেছে কেন্দ্র৷ সেই সমীক্ষায় কী বলা হয়েছে কর্মসংস্থান, মানবোন্নয়ন, সামাজিক পরিকাঠামো, পরিষেবা ক্ষেত্রের উন্নয়ন প্রসঙ্গে? 

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নতুন কর্মসংস্থানের সংখ্যা লাফিয়ে বেড়েছে প্রায় ২ কোটি ৬২ লক্ষ৷ এর মধ্যে গ্রামীণ এলাকায় ১ কোটি ২১ লক্ষ ও শহর এলাকায় ১ কোটি ৩৯ লক্ষ৷ অর্থনীতিতে নিয়মমাফিক কর্মসংস্থান বৃদ্ধির হার ২০১১-১২ সালে ছিল ৮ শতাংশ৷ তা ২০১৭-১৮’য় বেড়ে দাঁড়িয়েছে ৯.৯৮ শতাংশ৷ গ্রামীণ এলাকায় মহিলা শ্রমিকদের সংখ্যা হ্রাস পাওয়ায় ভারতের শ্রম বাজারে লিঙ্গ বৈষম্য বেড়েছে৷উৎপাদনশীল বয়স ১৫ থেকে ৫৯ বয়স্ক মানুষের ৬০ শতাংশই গৃহকর্মে পুরোপুরি নিয়োজিত৷

মানবোন্নয়ন সূচকে ভারতের স্থান ২০১৭’য় ১৩০ থেকে ২০১৮’য় হয়েছে ১২৯। ভারতে মানবোন্নয়ন সূচক বৃদ্ধির গড় বার্ষিক হার ১.৩৪ শতাংশ। বিশ্বের দ্রুততম উন্নতিকারী দেশগুলির অন্যতম ভারত৷ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা ক্ষেত্রে নথিভুক্তির অনুপাত আরও উন্নত করা প্রয়োজন৷ নিয়মিত মজুরি বা বেতনপ্রাপ্ত কর্মচারীর সংখ্যা ৫ পার্সেন্টেজ পয়েন্ট বেড়ে ২০১৭-১৮ সালে হয়েছে ২৩ শতাংশ৷ ২০১১-১২ সালে এটি ছিল ১৮ শতাংশ৷

সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, ভারতের অর্থনীতিতে পরিষেবা ক্ষেত্রের গুরুত্ব বাড়ছে৷ দেশের অর্থনীতির ৫৫ শতাংশ পরিষেবা ক্ষেত্রের এসেছে৷  ভারতে মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের দুই-তৃতীয়াংশই হয় এই অংশ থেকে মিলেছে৷  মোট রপ্তানির ৩৮ শতাংশই পরিষেবা শিল্পের জন্য বরাদ্দ পাওয়া গিয়েছে৷ পরিষেবা ক্ষেত্রে মোট মূল্যযুক্তির বৃদ্ধি ২০১৯-২০’তে কিছু পরিমার্জনা করা হয়েছে কিছু তথ্যের ভিত্তিতে৷ তবে, আশার কথা ২০১৯-২০ অর্থবর্ষের গোড়ায় পরিষেবা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ উত্থানের সাক্ষী হয়েছে৷ ৩৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ১৫টি থেকে মোট মূল্য যুক্তির ৫০ শতাংশ আদায় হয়৷ স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য সামাজিক পরিষেবা ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যগুলি যা ব্যয় করে, জিডিপি-র পরিপ্রেক্ষিতে তার অনুপাত ২০১৪-১৫’য় ৬.২ শতাংশ থেকে বেড়ে ২০১৯-২০’তে ৭.৭ শতাংশ হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − two =