Partha
কলকাতা: এসএসসি’র চারটি মামলার তদন্ত শেষ৷ একই সঙ্গে চার মামলার চূড়ান্ত চার্জশিট দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বিশেষ আদালতে অতিরিক্ত চার্জশিট জমা করা হচ্ছে৷ সিবিআই সূত্রে খবর, আরও একটি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা উঠে এসেছে। চার্জশিটে সেই বিষয়ে উল্লেখ থাকবে৷
জানুয়ারি মাসের মধ্যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। সেই নির্দেশানুসারেই সোমবার চার্জশিট দিচ্ছে সিবিআই। প্রাথমিক ছাড়া এসএসসির নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালতে অতিরিক্ত চার্জশিট পেশ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ নবম-দশম নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ সাত জনের নাম উল্লেখ করা হয়েছে৷ গ্রুপ সি মামলার চার্জশিটে শিক্ষাদফতরের এক উচ্চপদস্থ আধিকারিকের নাম রয়েছে বলে খবর। আগামী সপ্তাহে পেশ করা হতে পারে প্রাথমিক মামলায়র চূড়ান্ত চার্জশিট৷