শিক্ষায় নিয়োগ দুর্নীতি: ইডির তলবে সিজিওতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

কলকাতা: শিক্ষায় নিয়োগ দূর্নীতি মামলায় এবার সিজিও কমপ্লেক্সে তলব করা হল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। ইডি তলবে সাড়া দিয়ে বুধবার সকালে হাজিরা দেন মন্ত্রী৷ (Teacher recruitment…

Chandranath Sinha

কলকাতা: শিক্ষায় নিয়োগ দূর্নীতি মামলায় এবার সিজিও কমপ্লেক্সে তলব করা হল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। ইডি তলবে সাড়া দিয়ে বুধবার সকালে হাজিরা দেন মন্ত্রী৷ (Teacher recruitment scam in West Bengal)

ইডি দফতরে চন্দ্রনাথ

এদিন সকাল সাড়ে দশটা নাগাদ ইডি দফতরে আসেন চন্দ্রনাথ। সাংবাদিকদের প্রশ্নের কোনও জবাব দেননি তিনি৷ সোজা ঢুকে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে। জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

নগদ ৪১ লক্ষ টাকার কোথা থেকে এল?

এর আগে গত মার্চ মাসে চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না রাজ্যের তৎকালীন ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী। তাঁর পরিবারকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাঁর বাড়ি থেকে বেশ কিছু নথি, টাকা ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় গোয়েন্দারা৷ ইডির দাবি, চন্দ্রনাথের বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল, যার উৎস সম্পর্কে কোনও সদুত্তর দিতে পারেননি বর্তমান কারা মন্ত্রী৷

 

আরও পড়ুন-

হঠাৎই পড়ুয়াদের ট্যাব কেনার টাকা না দেওয়ার সিদ্ধান্ত কেন

বামেদের মতোই কি হাল হচ্ছে তৃণমূলের?

এখনই হাতে ট্যাব পাচ্ছে না একাদশ-দ্বাদশের পড়ুয়ারা! 

গ্রেফতার হওয়ার একদিনের মাথায় সাসপেন্ড সন্দীপ ঘোষ

“অপরাজিতা”ই দেবে ফাঁসি!একেই বলে সময়! এবার মার‌ খেলেন সন্দীপ ঘোষ

চেন সিস্টেমে এবার উঠে আসবে পরপর নাম?

Bengal: West Bengal Minister Chandranath Sinha has been summoned by the ED for questioning in connection with a massive teacher recruitment scam. The ED had earlier seized Rs 41 lakh from his residence.