স্নায় যুদ্ধে জয়! প্রতীকী মেরুদণ্ড নিয়ে লালবাজারে চিকিৎসকদের প্রতিনিধিদল

কলকাতা:  তরুণী চিকিৎসকের নির্মম ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে স্লোগান তুলে জুনিয়র চিকিৎসকদের মিছিল এগোল লালবাজারের দিকে। মিছিল থেকে ধ্বনি উঠল, “তোমার আমার এক স্বর,…

merudanda

কলকাতা:  তরুণী চিকিৎসকের নির্মম ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে স্লোগান তুলে জুনিয়র চিকিৎসকদের মিছিল এগোল লালবাজারের দিকে। মিছিল থেকে ধ্বনি উঠল, “তোমার আমার এক স্বর, জাস্টিস ফর আরজি কর।” গতকাল রাত থেকে চলা বিক্ষোভের জোয়ারে ভেঙে গেল লৌহ কপাট৷

পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করতে  লালবাজারে পৌঁছে গিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ২২ জনের একটি প্রতিনিধিদল। সোমবার থেকেই প্রতীকী মেরুদণ্ড নিয়ে আন্দোলন চালাচ্ছেন তাঁরা৷ এদিন সঙ্গে করে সেই মেরুদণ্ডটিকেও নিয়ে গিয়েছেন লালবাজারে। কেন এই প্রতীতি মেরুদণ্ড? প্রশ্নের জবাবে তাঁরা জানান, এই মেরুদণ্ড পুলিশ কমিশনারকে ‘উপহার’ দেবে তাঁরা। সূত্রের খবর, চিকিৎসকদের প্রতিনিধিদলের জন্য বাসের বাসের বন্দোবস্ত করেছিল কলকাতা পুলিশ। কিন্তু তাঁরা হেঁটেই লালবাজারে যাওয়ার সিদ্ধান্ত নেন৷

সামনের সারিতে হাতে হাত ধরে মানববন্ধন তৈরি করেন তাঁরা। তার পিছনে মিছিলে হেঁটে চলে চিকিৎসকদের কন্ঠে ভেসে ওঠে ‘আমরা করব জয়’৷