ওদের সবার ফাঁসি হলে মনের আশা পূরণ হবে: নির্যাতিতা তরুণীর বাবা

কলকাতা: দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অবশেষে সোমবার সিবিআই-এর হাতে গ্রেফতার হন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷ নির্যাতিতা তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচার চেয়ে যখন রাস্তায় নেমেছে…

Sandip Ghosh properties

কলকাতা: দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অবশেষে সোমবার সিবিআই-এর হাতে গ্রেফতার হন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷ নির্যাতিতা তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচার চেয়ে যখন রাস্তায় নেমেছে আমজনতা থেকে সিলিব্রিটি, পথে বসে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা, চলছে লালবাজার অভিযান, তখন কেন্দ্রীয় গোয়েন্দাদের জালে প্রাক্তন অধ্যক্ষ৷ সন্দীপ ঘোষের গ্রেফতারের খবর পেয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা৷

মৃত তরুণী চিকিৎসকের বাবা সংবাদমাধ্যমকে জানান, তাঁর মেয়ে দুর্নীতির বলি হয়েছেন৷ এই বিষয়ে তাদের কোনও সন্দেহ নেই। এর জন্য দায়ী পুরো বিভাগ৷ তিনি আরও বলেন, ‘‘সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। আরও যাঁরা জড়িত আছেন তাঁদেরও গ্রেফতার করা হোক। যেদিন সব দোষীদের ফাঁসি হবে, সেদিন মনের আশা কিছুটা পূরণ হবে।” নির্যাতিতা তরুণীর মা বলেন, “আমি আমার একমাত্র মেয়েকে হারিয়েছি। ওঁকে পুরো ডাক্তার তৈরি করার পর আমরা ওঁকে হারিয়েছি। এর জন্য আমি গোটা হাসপাতালকেই দায়ী করব। যার মাথা ছিলেন সন্দীপ ঘোষ। একটু হলেও এখন আশা রয়েছে যে আমরা বিচার পাব।”