নয়াদিল্লি: আর মাত্র এক ঘণ্টার অপেক্ষা৷ সংসদে পেশ হতে চলেছে ২০২০-২১ অর্থবর্ষের সাধারণ বাজেট৷ মোদি সরকারে দ্বিতীয় দফার সরকারের প্রথম পুর্নাঙ্গ বাজেট৷ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷
আজ সকাল ১১টায় বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী৷ প্রতি বছরের মতো এ বছরেও আসন্ন বাজেট নিয়ে আমজনতার মধ্যে তৈরি হয়েছে বিপুল প্রত্যাশা৷ সেই প্রত্যাশা মেটাতে পারবেন নির্মলা? অপেক্ষা মাত্র এক ঘণ্টার৷
গতবারের মতো আজ সকালে প্রথা ভেঙে চিরাচরিত চামড়ার ব্রিফকেসের বদলে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাতে দেখা দেখা গিয়েছে লালসালুতে মোড়া বহিখাতা৷ ভারতীয় সংস্কৃতির সঙ্গে সাযুজ্য রেখে বহিখাতা ব্যবহার নির্মলার৷ সেই বহিখাতা হাতে আজ অর্থমন্ত্রী চলে যান রাষ্ট্রপতিভবনে৷
বাজেট পেশের আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর৷ সেখানে বাজেট কপি রাষ্ট্রপতির হাতে তুলে দেন৷ প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি অনুমতি নিয়ে সংসদে পেশ হয় অর্থ বাজেট৷ রাষ্ট্রপতির অনুমোদনের পর মন্ত্রিসভার বৈঠক বসেন নির্মলা৷