উচ্চ প্রাথমিকে কাটল নিয়োগ জট, চার সপ্তাহের মধ্যে মেধাতলিকা, চাকরি পেতে পারেন ১৪ হাজার শিক্ষক

কলকাতা: অবশেষে কলকাতা হাই কোর্টে কাটল উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জট৷ চাকরি নিয়ে আশার আলো দেখছে ১৪ হাজার পরীক্ষার্থী৷ চার সপ্তাহের মধ্যে নতুন করে মেধাতালিকা প্রকাশের…

hihg court

কলকাতা: অবশেষে কলকাতা হাই কোর্টে কাটল উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জট৷ চাকরি নিয়ে আশার আলো দেখছে ১৪ হাজার পরীক্ষার্থী৷ চার সপ্তাহের মধ্যে নতুন করে মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। তার পরের চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিং শেষ করতে হবে এসএসসিকে৷ বুধবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আদালতের এই নির্দেশে সাত বছরের নিয়োগ-জট কাটল।

 

আইনজীবী ফিরদৌস শামিম জানান, “উচ্চ প্রাথমিকে ১৪৬৩ জনকে বাতিল করার সিদ্ধান্ত ভুল ছিল। সেই রায়সংশোধন করে হাইকোর্টের নির্দেশ, যাঁদের বাতিল করা হয়েছিল, তাঁদের আবার মেধাতালিকায় ঢোকাতে হবে। প্রত্যেককে মেধাতালিকায় রেখে কাউন্সিলিং করাতে হবে।’’

২০১৫ সাল থেকে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে। ২০২০ সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করার পর ২০২৩ সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দেয় কলকাতা হাই কোর্ট। সেই সময় ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, প্যানেল প্রকাশ করলেও কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবে না স্কুল সার্ভিস কমিশন। সেখান থেকে মামলাটি নতুন ডিভিশন বেঞ্চে ওঠে। গত ১৮ জুলাই বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে  মামলার শুনানি শেষ হয়৷ আজ, বুধবার রায় ঘোষণা হল৷