ট্রেন অবরোধ ঘিরে বারাসতে তৃণমূল-বিজেপির খণ্ডযুদ্ধ, গাড়ির চাবি কেড়ে নিয়ে ভাঙচুর

কলকাতা: আরজি কর-কাণ্ড ও মঙ্গলবার ‘ছাত্রসমাজে’র নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদেই বুধবার রাজ্যজুড়ে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে বিজেপি। সকাল থেকেই বনধের প্রভাব পড়েছে বারাসতে৷…

bandh train

কলকাতা: আরজি কর-কাণ্ড ও মঙ্গলবার ‘ছাত্রসমাজে’র নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদেই বুধবার রাজ্যজুড়ে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে বিজেপি।

সকাল থেকেই বনধের প্রভাব পড়েছে বারাসতে৷ চাপাডালি মোড়ে জোর করে দোকান-পাট বন্ধ করে দেন বিজেপির কর্মী-সমর্থকরা৷ এমনকি বেশ কিছু গাড়িতেও ভাঙচুর চালানো হয়৷

পাশাপাশি ট্রেন অবরোধও করে বিজেপির কর্মী-সমর্থকরা। পাল্টা ময়দানে নামে তৃণমূল কর্মীরাও৷ বারাসত স্টেশনে মুখোমুখি সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। শাসক দলের লোকজন রেল পরিষেবা চালু করতে চাইলেও বিজেপি কর্মীরা লোকাল ট্রেনের ইঞ্জিন বেয়ে উঠে পড়েন৷ ক্রমেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি৷ পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে পুলিশ৷

 

অবরোধ করা হয় পথও৷ একের পর এক বাস-ট্রাকে উঠে চাবি কেড়ে নেওয়া হয়।  মাঝ রাস্তায় থমকে যায় চাকা৷ যার জেরে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।