ধৃতদের ছাড়াতে লালবাজার অভিযান বিজেপি-র, পুলিশ পথ আটকাতেই রাস্তায় বসলেন সুকান্তরা

কলকাতা:  লালবাজারের উদ্দেশে রওনা হল বিজেপি’র মিছিল। মঙ্গলবার নবান্ন অভিযানে গিয়ে বহু আন্দোলনকারী আটক হয়েছেন। তাঁদের ছাড়াতেই লালবাজার ঘেরাও অভিযানে নামে বিজেপি। মিছিলের নেতৃত্বে রয়েছেন…

sukanta lal

কলকাতা:  লালবাজারের উদ্দেশে রওনা হল বিজেপি’র মিছিল। মঙ্গলবার নবান্ন অভিযানে গিয়ে বহু আন্দোলনকারী আটক হয়েছেন। তাঁদের ছাড়াতেই লালবাজার ঘেরাও অভিযানে নামে বিজেপি। মিছিলের নেতৃত্বে রয়েছেন সুকান্ত মজুমদার৷ সঙ্গে রয়েছেন রুদ্রনীল ঘোষ, লকেট চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা।

এদিকে, লালবাজারের পৌঁছনোর আগেই সুকান্ত মজুমদারদের পথ আটকায় পুলিশ। কিন্তু, তাঁদের বাধা দিতেই রাস্তার উপর বসে পড়েন বিজেপি নেতা, কর্মীরা। সেখানে বসেই  ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘হায় হায় মমতা বন্দ্যোপাধ্যায়’ বলে স্লোগান তোলেন তাঁরা। মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিও তোলে বিজেপি। তাঁর দাবি, আগামীকাল ডাকা বনধ সর্বাত্মক হবে৷ সুকান্ত বলেন, ‘এই আন্দোলন স্বৈরাচারীকে হারানো ও গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার আন্দোলন৷’