নবান্ন অভিযানে ধুন্ধুমার, রাজ্য স্তব্ধ হয়ে যাবে, হুঁশিয়ারি শুভেন্দুর

কলকাতা: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ‘ছাত্রসমাজের’ নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার৷ আন্দোলনকারীদের রুখতে জলকামান, কাঁদানে গ্যাস ছুড়ছে পুলিশ। এই অভিযান সম্পূর্ণ…

suvendu99

কলকাতা: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ‘ছাত্রসমাজের’ নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার৷ আন্দোলনকারীদের রুখতে জলকামান, কাঁদানে গ্যাস ছুড়ছে পুলিশ। এই অভিযান সম্পূর্ণ অরাজনৈতিক হলেও, তাতে সমর্থন জানিয়েছে বিজেপি ও বামেরা৷ নবান্ন অভিযান রণক্ষেত্রের রাপ নেওয়ার পরই মুখ খোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হওয়ার পরই পুলিশকে চরম হুঁশিয়ারি দিলেন তিনি৷

বিধানসভার বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বহু জায়গা থেকে অত্যাচারের খবর আসছে।” তিনি আরও বলেন, পুলিশ এই অত্যাচার বন্ধ না করলে বুধবার পশ্চিমবঙ্গ স্তব্ধ হয়ে যাবে৷ সেই সঙ্গে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে শান্তিপূর্ণ আন্দোলনে দমনপীড়ন না চালানোর আর্জিও জানান বিরোধী দলনেতা।