‘আমরা কোনও হস্তক্ষেপ করব না..’, নবান্নে অভিযানে মাইকিং পুলিশের

কলকাতা: আরজি করে পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ। সেই অভিযান রুখতে রীতিমতো রণসজ্জায় প্রস্তুত কলকাতা পুলিশ। দুর্ভেদ্য…

po na

কলকাতা: আরজি করে পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ। সেই অভিযান রুখতে রীতিমতো রণসজ্জায় প্রস্তুত কলকাতা পুলিশ। দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে নবান্ন৷  শহরের পথে মোতায়েন হয়েছে ৬ হাজার পুলিশ৷ রয়েছেন ২৫ জন উপ-নগরপাল। এরই মধ্যে চলছে পুলিশের মাইকিং৷ সমানে বলা হচ্ছে, “যাঁরা আজকে মিছিলে আসছেন, তাঁদের পুলিশ প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে, আপনারা শান্তিপূর্ণ এবং আইনসিদ্ধ আন্দোলন করুন৷ আমরা কোনও হস্তক্ষেপ করব না। তবে আপনাদের কাছে অনুরোধ, আইন মেনে মিছিল করুন। রাজ্য সরকারের সচিবালয় নবান্ন ও তার সংলগ্ন এলাকায় ১৬৩ ধারা লাগু থাকে। সেই ধারা অনুযায়ী সেখানে পাঁচজনের বেশি মানুষের জমায়েত আইনত নিষিদ্ধ। এই বিষয়টি মাথায় রাখুন।”