আসছে হিরো মোটোকর্প এর আইপিও! কবে থেকে সাবস্ক্রিপশন?

কলকাতা: এবার আসবে হিরো মোটোকর্পের আইপিও। হিরো মোটোকর্প দেশের অন্যতম বড় গাড়ি-বাইক নির্মাতা সংস্থা। এবার গাড়ির বাজার ছেড়ে শেয়ার বাজারেও জায়গা করে নেবে হিরো মোটোকর্প।…

Picsart 24 08 25 01 00 25 276

কলকাতা: এবার আসবে হিরো মোটোকর্পের আইপিও।

হিরো মোটোকর্প দেশের অন্যতম বড় গাড়ি-বাইক নির্মাতা সংস্থা। এবার গাড়ির বাজার ছেড়ে শেয়ার বাজারেও জায়গা করে নেবে হিরো মোটোকর্প। ৯০০ কোটি টাকা মূল্যের ইস্যু সাইজ হতে চলেছে এই আইপিওর।

২৩ অগাস্ট ইতিমধ্যেই হিরো মোটরস এই আইপিও আনার জন্য ড্রাফট জমা দিয়েছে সেবির কাছে। সেই আইপিওর ড্রাফট অনুযায়ী হিরো মোটরস তাদের এই আইপিওর মাধ্যমে ৫০০ কোটি টাকার নতুন শেয়ার এবং ৪০০ কোটি টাকার অফার ফর সেলের শেয়ার ইস্যু করবে। এই অফার ফর সেলের মাধ্যমে এই সংস্থার প্রোমোটাররা অর্থাৎ মালিকরা তাদের স্টেক কমাতে চাইছে মূলত তাদের ভাগের শেয়ার বিক্রি করে।