আরজি করের ঘটনায় ধৃত ‘যেন ধনঞ্জয় না হয়’! তদন্ত নিয়ে ‘সাবধান বাণী’ কারামন্ত্রী চন্দ্রনাথের

কলকাতা: আরজি কর-কাণ্ডে দোষীর কড়া শাস্তির দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অথচ তাঁরই মন্ত্রিসভার সদস্যের মুখে উঠে এ‘ল সাবধানবাণী৷’ তিনি বললেন, আরজি করের তরুণী চিকিৎসককে…

CBI narco test on civic volunteer

কলকাতা: আরজি কর-কাণ্ডে দোষীর কড়া শাস্তির দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অথচ তাঁরই মন্ত্রিসভার সদস্যের মুখে উঠে এ‘ল সাবধানবাণী৷’ তিনি বললেন, আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় একমাত্র ধৃত সিভিক ভলান্টিয়ার যেন কোনও ভুলের শিকার না হয়৷ রাজ্যের কারামন্ত্রীর গলায় শোনা গেল মুখ্যমন্ত্রীরই সুর৷  দোষীর শাস্তি চাওয়ার পাশাপাশি তিনি এও বলেছিলেন, যেন কোনও ভুল সিদ্ধান্ত না হয়ে যায়৷

কারামন্ত্রী চন্দ্রনাথ সিং মনে করেন, আরজি করের ঘটনার পিছনে আরও কেউ রয়েছে। সিবিআই ঠিক মতো তদন্ত করলে সেই সত্য সামনে আসবে। তিনি এও বলেন, তদন্তের ভুলে যেন ধনঞ্জয় চট্টোপাধ্যায় (ভবানীপুর ধর্ষণকাণ্ডে ফাঁসির শাস্তি পাওয়া আসামি)-এর মতো পরিণতি না হয় সঞ্জয় রায়ে।