‘আরজি করে যা হয়েছে, তাই করে দেব’, অটোচালকের হুমকিতে প্রতিবাদী দুই ছাত্রী, গণপিটুনি জনতার

কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ৷ প্রতিবাদের আগুন জ্বলছে দিকে দিকে৷ এরই মধ্যে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের নৃশংস ঘটনার উদাহরণ টেনে দুই…

maharastra

কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ৷ প্রতিবাদের আগুন জ্বলছে দিকে দিকে৷ এরই মধ্যে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের নৃশংস ঘটনার উদাহরণ টেনে দুই ছাত্রীকে হুমকি দিল এক অটো চালক৷ হুমকির মুখে অবশ্য দমে যায়নি তাঁরা৷ বরং রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করে দুই খুদে ছাত্রী। তাদের প্রতিবাদে সামিল হয় আমজনতা। ওই অটোচালককে বেদম মারধর করেন তাঁরা। অভিযোগ, ওই অটোচালক ওই দুই পড়ুয়াকে কুনজরে দেখছিল৷ তাদের শাসিয়ে বলে, ‘কলকাতায় কী ঘটেছে জানো তো? তোমাদের সঙ্গেও ওরকম করে দেব।’

এর পরেই ওই দুই ছাত্রী জোর করে চালককে গাড়ি থামাতে বাধ্য করে। তারপর তাঁকে টেনেহিঁচড়ে রাস্তায় নামিয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে৷ নিমেশের মধ্যে সেখানে লোক জমে যায়৷ অটোচালকের কীর্তি জানতে পেরেই মারধর শুরু করে৷ গণপিটুনিতে আধমরা অবস্থা হয়ে যায় ওই অটো চালকের৷ ঘটনাটি মহারাষ্ট্রের নাগপুরের।