division bench
কলকাতা: এ বার ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছিলেন, তার উপর হস্তক্ষেপ করল না বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। বুধবার ডিভিশন বেঞ্চ জানায়, সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা নিয়ে পরবর্তী প্রক্রিয়া কী হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
এদিন ইডির আইনজীবী আদালতে প্রশ্ন করেন, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে কী ভুল রয়েছে? তিনি তো নির্দেশে লিখেছেন যে, কণ্ঠস্বরের নমুনা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ ছাড়া বিচারপ্রক্রিয়ায় প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না। বিচারপতি সেন বলেন, ‘‘আইন মোতাবেক প্রত্যেক অভিযুক্তেরই কিছু অধিকার থাকে। আইন অনুযায়ী তিনি এই নমুনা দিতে অস্বীকার করতে পারেন। সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়ে বিচারপতি অমৃতা সিনহা সঠিক কাজ করেননি।’’