প্রেসিডেন্সির পহেলা বাইশে পার্থ-জ্যোতিপ্রিয়র প্রতিবেশী এবার সঞ্জয়! ২১ নম্বর সেলে ঠাঁই ‘ধর্ষক-খুনি’র

কলকাতা: আরজি কর কাণ্ডের একমাত্র ধৃত সঞ্জয় রায়কে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তার ঠিকানা হবে প্রেসিডেন্সি জেলে। কিন্তু এখানে রয়েছে বড় চমক! প্রেসিডেন্সির জেলে…

partha balu sanjay 1

কলকাতা: আরজি কর কাণ্ডের একমাত্র ধৃত সঞ্জয় রায়কে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তার ঠিকানা হবে প্রেসিডেন্সি জেলে। কিন্তু এখানে রয়েছে বড় চমক! প্রেসিডেন্সির জেলে সঞ্জয়ের জন্য বরাদ্দ হয়েছে পয়লা বাইশ সেল! ইতিমধ্যেই যেখানে রয়েছেন দুই হাই প্রোফাইল বন্দি৷ রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিকের প্রতিবেশী হতে চলেছে আরজি করের ধর্ষণ ও নৃশংশ খুনের মামলায় ধৃত সঞ্জয় রায়। তেমনটাই জেল সূত্রে খবর৷

প্রেসিডেন্সির জেলের পয়লা বাইশ সেলে মূলত হাই প্রোফাইল বন্দিদেরই রাখা হয়৷ ওই সেলের ২১ নম্বর কুঠুরিতে রাখা হবে সঞ্জয়কে। জেল সূত্রে খবর, এই সেলে যে বন্দি ছিল, তাকে অন্যত্র সরিয়ে সেল ফাঁকা করে দেওয়া হয়েছে। এদিকে, এই ওয়ার্ডেরই ২ নম্বর সেলের বাসিন্দা শিক্ষক নিয়োগ দুর্নীতি-কাণ্ডে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ৫ নম্বর কুঠুরিতে রয়েছেন রেশন দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু৷