এখনই থামছে না বৃষ্টি, কতদিন চলবে দুর্যোগ? কোন কোন জেলা ভিজবে?

কলকাতা: বৃহস্পতিবার দুপুরের পর থেকে ব্যাপক বৃষ্টি হয়েছে জেলায় জেলায়৷ চলতি সপ্তাহে পরিস্থিতি বদলের বিশেষ সম্ভাবনা নেই৷ বরং সপ্তাহান্তে অর্থাৎ শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও…

Bengal Weather Forecast

কলকাতা: বৃহস্পতিবার দুপুরের পর থেকে ব্যাপক বৃষ্টি হয়েছে জেলায় জেলায়৷ চলতি সপ্তাহে পরিস্থিতি বদলের বিশেষ সম্ভাবনা নেই৷ বরং সপ্তাহান্তে অর্থাৎ শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টি হবে উত্তরেও৷

 

বিহার থেকে বাংলার উপর দিয়ে নিম্নচাপ এলাকা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরেও নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশেও।

শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। কলকাতা সহ বাকি জেলাগুলিতেও রবিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ ভারী বৃষ্টি হবে উত্তবঙ্গের পাঁচ জেলায়৷