সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, সন্দীপের আর্জি খারিজ হাই কোর্টে

কলকাতা: আরজি কর নিয়ে প্রকাশিত খবরে রাশ টানতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷ কিন্তু, এই বিষয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করল না…

sandeep hc2

কলকাতা: আরজি কর নিয়ে প্রকাশিত খবরে রাশ টানতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷ কিন্তু, এই বিষয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করল না উচ্চ আদালত৷ আরজি করের ঘটনায় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের উপরে সার্বিক নিষেধাজ্ঞা জারির আর্জি খারিজ করে দিলেন বিচারপতি শম্পা সরকার৷ তিনি সাফ জানান,  এই পর্যায়ে সংবাদমাধ্যমের উপরে সার্বিক নিষেধাজ্ঞা জারি করার কোনও প্রয়োজন বোধ করছে না হাই কোর্ট। কোনও নির্দিষ্ট সংবাদ মাধ্যমের কোনও খবর নিয়ে আপত্তি থাকলে তিনি প্রেস কাউন্সিলের দ্বারস্থ হতে পারেন৷ প্রয়োজনে মানহানির মামলাও করতে পারেন।

 

সেই সঙ্গে বিচারপতি এ-ও জানান, জিজ্ঞাসাবাদ সংক্রান্ত খবরে সন্দীপের ‘ভূমিকা’ নিয়ে আগাম কোনও সন্দেহ বা মন্তব্য প্রকাশ করতে পারবে না কোনও সংবাদ মাধ্যম। জিজ্ঞাসাবাদ পর্বের কোনও ‘অ্যানিমেশন’ নাট্যরূপও প্রকাশ করতে পারবে না৷ নিছক বস্তুগত সংবাদ পরিবেশন করতে হবে৷ নিজস্ব মতামত প্রকাশের কোনও জায়গা নেই৷