বিরাট লাফ! ৯ টাকা থেকে শেয়ারের দর উঠল ২৩০-এ, মাল্টিব্যাগার এই স্টক কিনবেন নাকি?

মুম্বই:  স্টক মার্কেটে ধস নেমেছিল এই সংস্থার শেয়ারে৷ দাম পড়েছিল ৯৯ শতাংশ৷ সেই ধাক্কায় স্টকটির ট্রেডিং প্রাইস নেমে দাঁড়ায় মাত্র ৯ টাকা। কিন্তু, আচমকাই ঘুরল…

share9

মুম্বই:  স্টক মার্কেটে ধস নেমেছিল এই সংস্থার শেয়ারে৷ দাম পড়েছিল ৯৯ শতাংশ৷ সেই ধাক্কায় স্টকটির ট্রেডিং প্রাইস নেমে দাঁড়ায় মাত্র ৯ টাকা। কিন্তু, আচমকাই ঘুরল খেলা৷ উল্কার গতিতে উত্থান ঘটে সংশ্লিষ্ট সংস্থার শেয়ার মূল্য পৌঁছল ২৩০ টাকায়। আগামী দিনে এই স্টকটির দাম আরও বাড়বে বলেই বিশেষজ্ঞদের অভিমত৷

গত ৪ বছরে ঝড়ের গতিতে বেড়েছিল রিলায়েন্স ইনফ্রা স্টকের দাম৷ প্রায় ২,৩৫০ শতাংশ চড়েছিল শেয়ারের গ্রাফ। এর পরেই ৯৯ শতাংশ কমে রিলায়েন্স ইনফ্রার শেয়ারের দাম পড়ে যায় ৯.২০ টাকায়। কিন্তু গত দেড়মাসে বদলে যায় ট্রেন্ড৷ ধুন্ধুমার ব্যাটিং শুরু করে অনিল আম্বানির এই সংস্থা। ঝোড়ো ইনিংস খেলে মাত্র ৪৫ দিনের মধ্যে ৫৫ শতাংশ বেড়ে যায় সংশ্লিষ্ট সংস্থার স্টকের দাম। গত এক মাসে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ২৫ শতাংশ। জুলাই মাসে এই স্টকের দাম ছিল ১৮১.৮০ টাকা৷ চলতি মাসে সেটাই পৌঁছে গিয়েছে ২৩০ টাকায়৷ ফলে শেয়ার কারবারিদের কাছে মাল্টিব্যাগার হতে পারে এর স্টক৷

 

(মনে রাখবেন : এই প্রতিবেদনে উল্লেখ করা তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। আজ বিকেল ডট কম কখনও কাউকে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। শেয়ার সম্পর্কে এখানে কোনো কল বা টিপ দেওয়া হয় না।)