জাতীয় পতাকা হাতে নবান্ন অভিযানের ডাক দিন নির্যাতিতার বাবা, দলহীন লড়াইয়ের ডার শুভেন্দুর

কলকাতা: আরজি কর-কাণ্ডে শুরু থেকেই ঝান্ডাহীন আন্দোলনের কথা বলে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ আরও একবার সে কথাই বললেন তিনি৷ বিরোধী দলনেতার সাফ বলেন, ‘‘নির্যাতিতার…

Shubhendu Adhikari Bengal politics BJP leads in Nandigram Shuvendu Adhikari BJP performance

কলকাতা: আরজি কর-কাণ্ডে শুরু থেকেই ঝান্ডাহীন আন্দোলনের কথা বলে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ আরও একবার সে কথাই বললেন তিনি৷ বিরোধী দলনেতার সাফ বলেন, ‘‘নির্যাতিতার বাবাকে মিছিলে হাঁটতে বলছি না। তিনি শুধু এক বার নবান্ন অভিযানের ডাক দিন৷ বাকিটা আমরা বুঝে নেব।’’

 

আরজি করের ঘটনায় শাসকদলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু৷ তিনি বলেন, ‘‘রাজ্য সরকার বলছে, রাত মহিলাদের জন্য নিরাপদ নয়। এই লজ্জা কোথায় রাখব?’’  তিনি আরও বলেন, ‘‘মহিলাদের যে রাতে নিরাপত্তা নেই, সেটা সরকার নিজেই বলছে নবান্ন থেকে? এর পরে হয়তো বলবে দিনের বেলাতেও মহিলারা বাড়ি থেকে বেরোবেন না!’’

 

শুভেন্দু আরও বলেন, ‘‘বিজেপি হোক বা সিপিএম, প্রতিটি রাজনৈতিক দলেরই কিছু বাধ্যবাধকতা রয়েছে। তাই আমরা এই পদক্ষেপ করতে পারছি না। তবে নির্যাতিতার বাবা এক বার নবান্ন অভিযানের ডাক দিন, আমরা সবাই বেরবো। তাঁকে আসতে হবে না, তিনি বয়স্ক মানুষ, শোকাতুর৷ জাতীয় পতাকা নিয়ে উনি এক বার শুধু ডাকটা দিন৷ বাকিটা আমরা করে দেব৷’’