আরজি কর হাসপাতাল লাগোয়া রাস্তায় জমায়েত নিষিদ্ধ, কিন্তু কেন?

RG Kar Hospital gathering ban ফের শহর কলকাতার একাংশে জমায়েত নিষিদ্ধ করল কলকাতা পুলিশ৷ নেপথ্যে কি প্রতিবাদ রুখে দেওয়ার চেষ্টা? তৃণমূল আমলে রাজপথে প্রতিবাদ করলেই…

RG Kar Hospital gathering ban

RG Kar Hospital gathering ban

ফের শহর কলকাতার একাংশে জমায়েত নিষিদ্ধ করল কলকাতা পুলিশ৷ নেপথ্যে কি প্রতিবাদ রুখে দেওয়ার চেষ্টা? তৃণমূল আমলে রাজপথে প্রতিবাদ করলেই পুলিশি বাধার মুখে পড়তে হয়, এ অভিযোগ নতুন নয়৷ এবার এবার আরজি কর হাসপাতাল লাগোয়া একাধিক রাস্তায় আগামী ৭ দিনের জন্য সমস্ত রকমের জমায়েত নিষিদ্ধ করল কলকাতা পুলিশ৷ (RG Kar Hospital gathering ban)

Why assembly banned near RG Kar Hospital by Kolkata Police

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ধারা উল্লেখ করে, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল নির্দেশিকা জারি করে জানিয়েছেন, রবিবার থেকে আগামী ২৪ তারিখ পর্যন্ত শ্যামপুকুর, বেলগাছিয়া এবং টালা থানা এলাকার বেশ কয়েকটি রাস্তায় পাঁচজনের বেশি জমায়েত হতে পারবেন না৷

RG Kar Hospital

একই সঙ্গে ওই এলাকাগুলিতে  লাঠি বা অস্ত্রও বহন করা যাবে না৷ এই নির্দেশ অমান্য করলে নাগরিক সুরক্ষা সংহিতার ২২৩ ধারা অনুযায়ী অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ যে রাস্তাগুলিতে এই নিষেধাজ্ঞা জারি থাকবে তার মধ্যে রয়েছে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ও মতো জনবহুল এলাকাও৷

Banned Public Gatherings Near RG Kar Hospital

কিন্তু এখন প্রশ্ন, হঠাৎ কেন নাগরিক সুরক্ষা সংহিতার ২২৩ ধারা কার্যকর করতে হল পুলিশকে? ৫ জনের বেশি জমায়েত হলে এমন কি সমস্যা? নেপথ্যে কি আরজি করের ঘটনার জের? একের পর এক ধারা লাগু করে জনমনে আরজি করের ঘটনার আগুনে জল ঢালতে পারবে পুলিশ? উঠছে প্রশ্ন!

আরও পড়ুন-

বিতর্কের মুখে মুখ্যমন্ত্রীর নির্দেশ! ৪২ চিকিৎসকের বদলি স্থগিত

সিবিআই: একাধিক তদন্ত নিয়ে রাজ্যের রিপোর্ট কার্ড কী বলছে?

আরজি করে ভাঙচুরের ঘটনায় মিনাক্ষীকে তলব করল কলকাতা

 

Bengal: Kolkata Police has banned public gatherings near RG Kar Hospital for 7 days under IPC Section 223. What led to this sudden restriction? Is it an attempt to curb protests, or a safety measure? Explore the reasons behind this controversial move. RG Kar Hospital gathering ban, Why assembly banned near RG Kar Hospital by Kolkata Police