একদিনে ৪২ চিকিৎসকের বদলি! আরজি কর-কাণ্ডে প্রতিবাদের মাশুল, অভিযোগ বিজেপি’র

কলকাতা: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় লাগাতার আন্দোলন চালাচ্ছা ডাক্তারি পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকেরা৷ এই প্রতিবাদ আন্দোলনের মাঝেই ৪২ জন চিকিৎসককে বদলি…

RG kar new

কলকাতা: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় লাগাতার আন্দোলন চালাচ্ছা ডাক্তারি পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকেরা৷ এই প্রতিবাদ আন্দোলনের মাঝেই ৪২ জন চিকিৎসককে বদলি করা হয়েছে৷ এমনই অভিযোগ তুলল বিজেপি। শনিবার বিজেপির মুখপাত্র অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লেখেন, ১৬ অগাস্ট ওয়েস্ট বেঙ্গল গভর্মেন্ট হেল্থ মিনিস্ট্রি ৮ পাতার একটি ট্রান্সফার অর্ডার বার করেছে৷ যেখানে একদিনে রাজ্যের ৪২ জন শিক্ষক চিকিৎসকের বদলির অর্ডার রয়েছে৷ এই অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে৷

যাঁদের বদলি করা হয়েছে, তাঁদের মধ্যে বেশ কয়েকজন আরজি করকাণ্ডের প্রতিবাদে শামিল হয়েছিলেন বলেও অভিযোগ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চলা আন্দোলনকেও সমর্থন জানিয়েছিলেন এই শিক্ষক-চিকিৎসকরা৷ বিজেপির অভিযোগ, প্রতিবাদ করার মাশুল গুনতে হল ওই চিকিৎসকদের। এই বিষয়ে  সাংবাদিক সম্মেলন করেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা৷