‘সব অভয়ার বিচার চাই’, ধ্বনি তুলে রবিবার আরজি কর হাসপাতালে জমায়েত টলিউডের

কলকাতা: আরজি কর-কাণ্ডে প্রতিবাদের ঝড় উঠেছে গোটা রাজ্যে৷ প্রশ্ন উঠেছে নারী নিরাপত্তা নিয়ে৷ স্বাধীনতার ৭৮ বছর পরেও নরীরা কি সত্যিই স্বাধীন হতে পেরেছে? এবার নির্যাতিতার…

tolly RG

কলকাতা: আরজি কর-কাণ্ডে প্রতিবাদের ঝড় উঠেছে গোটা রাজ্যে৷ প্রশ্ন উঠেছে নারী নিরাপত্তা নিয়ে৷ স্বাধীনতার ৭৮ বছর পরেও নরীরা কি সত্যিই স্বাধীন হতে পেরেছে? এবার নির্যাতিতার বিচার চেয়ে আর জি কর অভিযানে নামছে টলিউড। ১৪ অগাস্ট, স্বাধীনতা দিবসের আগের রাতে যে ‘রাত দখল’-এর কর্মসূচি শুরু হয়েছিল, তা আরও এগিয়ে নিয়ে যেতে চান তাঁরা৷ যত ক্ষণ না তরুণী চিকিৎসক ও তাঁর পরিবার ন্যায় পাচ্ছেন, ততদিন আন্দোলন থামবে না বলেই জানাচ্ছেন তাঁরা।

 

শনিবার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আর জি কর পরিবারের পাশে চলচ্চিত্র পরিবার।’ রবিবার বিকেল ৪টে নাগাদ টলিউড শিল্পীরা টেকনিশিয়ান স্টুডিও থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত প্রতিবাদী অভিযান করবেন। ওই পোস্ট শেয়ার করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, স্বস্তিকা মুখোপাধ্যায়, ইমন চক্রবর্তী, প্রেমেন্দু বিকাশ চাকী, সাবর্ণি দাস, অদিতি রায়-সহ টলিপাড়ার আরও অনেকে৷ জানা গিয়েছে ‘সব অভয়ার বিচার চেয়ে’ যে অভিযান রবিবার হবে, তাতে উপস্থিত থাকবেন রাজ চক্রবর্তীও। শনিবার গিরিশ মঞ্চ থেকে আর জি কর পর্যন্ত অভিযান করবেন নাট্যজগতের ব্যক্তিত্বরাও।

 

455983653 10160828889711091 5889401478855017796 n.jpg?stp=dst jpg p526x296& nc cat=1&ccb=1 7& nc sid=e21142& nc ohc=EqctC1RqhdoQ7kNvgHqYFeV& nc ht=scontent.fccu2 2