নয়াদিল্লি: চলতি অর্থবর্ষের শেষ মাস মার্চ৷ কিন্তু, বছর শেষে সেই গুরুত্বপূর্ণ মার্চ মাসে অন্তত ১৯ দিন বন্ধ থাকবে দেশের একাধিক ব্যাংক৷ ৩১ দিনের মধ্যে ১৯ দিন ব্যাংক বন্ধ থাকায় স্বাভাবিক ভাবে প্রভাব পড়বে ব্যাংকিং ব্যবস্থায়৷
জানা গিয়েছে, দোল ও অন্য ছুটি এবং শনিবার ও রবিবার মিলিয়ে মোট ১৬টি নিশ্চিত ছুটি রয়েছে৷ এছাড়াও রয়েছে তিন দিনের ধর্মঘট৷ ফলে ১৯ দিন ব্যাংক বন্ধ থাকার আশঙ্কা তৈরি হয়েছে৷ বেতন বৃদ্ধি ও শনিরবি ছুটির দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক অফিসার্স সংগঠন৷ ১১-১৩ মার্চ ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷
এবার একনজরে দেখে নিন, ব্যাংক বন্ধ থাকার সম্ভব্য তালিকা৷
১ মার্চ – রবিবার – ছুটি
৫ মার্চ – ওডিশায় পঞ্চায়েত ও রাজ দিবস – ছুটি
৬ মার্চ – মিজোরামে নবান্ন উৎসব – ছুটি
৮ মার্চ – রবিবার – ছুটি
৯ মার্চ – হজরত আলির জন্মবার্ষিকী – ছুটি
১০ মার্চ – বাংলায় দোল – ছুটি
১৪ মার্চ – দ্বিতীয় শনিবার – ছুটি
১৫ মার্চ – রবিবার – ছুটি
২২ মার্চ – রবিবার – ছুটি
২৩ মার্চ – শহিদ ভগৎ সিং দিবস – ছুটি
২৫ মার্চ- কর্নাটক, অন্ধ্র, মহারাষ্ট্রে গুড়ি পাড়ওয়া – ছুটি
২৬ মার্চ – গুজরাট, রাজস্থানে চেত্রী চাঁদ উৎসব – ছুটি
২৭ মার্চ – ঝাড়খণ্ডে শরহুল উৎসব – ছুটি
২৮ মার্চ – চতুর্থ শনিবার – ছুটি
২৯ মার্চ – রবিবার – ছুটি
মনে রাখবেন, উপরের দেওয়া ছুটির তালিকা থেকে স্পষ্ট, রাজ্য ভিত্তিক এই ছুটি নির্দিষ্ট করা হয়েছে৷