প্রতি মাসে হাতে পান ৫০০০! পোস্ট অফিসের এই স্কিমের কথা জানেন?

কলকাতা: আয় বাড়তে অনকেই বেছে নেন বিনিয়োগের পথ৷ কিন্তু শেয়ার বাজার হোক বা মিউচুয়াল ফান্ড, ঝুঁকি সবসময় থেকেই যায়৷ যাঁরা ঝুঁকি না নিয়ে যাঁরা বিনিয়োগ…

PO new

কলকাতা: আয় বাড়তে অনকেই বেছে নেন বিনিয়োগের পথ৷ কিন্তু শেয়ার বাজার হোক বা মিউচুয়াল ফান্ড, ঝুঁকি সবসময় থেকেই যায়৷ যাঁরা ঝুঁকি না নিয়ে যাঁরা বিনিয়োগ করতে চান, তাঁদের কাছে দারুণ চয়েস হতে পারে পোস্ট অফিসের এই স্কিম৷

 

ভারতীয় ডাক ঘরের মান্থলি ইনকাম স্কিম বা এমআইএস-এ লগ্নি করলে প্রতি মাসে হাতে সুদ পাবেন৷ এই প্রকল্পে বছরে ৭.৪ শতাংশ হারে সুদ দেওয়া হয়৷ ফলে শুরু থেকেই আমআদমির কাছে বেশ জনপ্রিয় এই স্কিম৷

এমআইএস অ্যাকাউন্ট খুলতে গেলে গ্রাহককে ন্যূনতম ১,০০০ টাকা লগ্নি করতে হবে। আপনি একক ভাবে অথবা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন৷ সেক্ষেত্রে সর্বাধিক ৩ জন অ্যাকাউন্ট হোল্ডার থাকতে পারবেন। একক অ্যাকাউন্টে সর্বাধিক ৯ লক্ষ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন।

তবে মান্থলি ইনকাম স্কিমে টাকা রাখতে গেলে পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থাকা আবশ্যক৷ এছাড়াও লগ্নিকারীর ন্যূনতম বয়স ১৮ বছর হতেই হবে।তবে বয়সের সর্বোচ্চ কোনও সীমারেখা নেই।
যদি কোনও গ্রাহক এমআইএস প্রকল্পে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে প্রতি মাসে ৩,০৮৩ টাকা করে তিনি সুদ পাবেন। তবে প্রতি মাসে ৫ হাজার টাকা সুদ পেতে হলে লগ্নি করতে হবে ৯ লক্ষ টাকা।