এবার চাঁদ থেকে সরাসরি সম্প্রচার করবেন নাসার মহাকাশচারীরা,কী ভাবে সম্ভব?

কলকাতা: খুব শীঘ্রই এবার চাঁদ থেকে লাইভস্ট্রিম করবেন নাসার মহাকাশচারীরা৷ নাসার আর্টেমিস মিশনে গিয়ে চন্দ্রপৃষ্ঠ থেকে সরাসরি সম্প্রচার করার সুযোগ পাবেন নভোচররা৷ এটি সম্ভব হবে…

moon4

কলকাতা: খুব শীঘ্রই এবার চাঁদ থেকে লাইভস্ট্রিম করবেন নাসার মহাকাশচারীরা৷ নাসার আর্টেমিস মিশনে গিয়ে চন্দ্রপৃষ্ঠ থেকে সরাসরি সম্প্রচার করার সুযোগ পাবেন নভোচররা৷ এটি সম্ভব হবে লেজার প্রযুক্তির কারণে।

নাসার স্পেশ কমিউনিকেশন মেথড নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে৷ লেজার বিম ব্যবহার করে চাঁদে থাকা মহাকাশচারীদের সঙ্গে পৃথিবীর গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গি সংযোগ স্থাপন করার চেষ্টা চালানো হচ্ছে।

 

প্রথম পরীক্ষায়, বিজ্ঞানীরা একটি লেজার যোগাযোগ স্ট্রিমিং পরিষেবা ব্যবহার করে ট্যাটার্স নামের একটি বিড়ালের ভিডিও পাঠিয়েছিলেন। দুন মাসের শুরুতে দ্বিতীয় পর্বের পরীক্ষায় নাসার পিলাটাস PC-12 প্লেনটি প্রদর্শিত হয়েছিল। জুলাইয়ে, একটি ৪কে ভিডিও একটি বিমান থেকে আন্তর্জাতিক স্পেস স্টেশন (আইএসএস) পর্যন্ত যাত্রার দুই দিকের চিত্র পাঠানো হয়েছিল।