ফের রেল দুর্ঘটনা! বোল্ডারে ধাক্কা খেয়ে গভীর রাতে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেস

কলকাতা: ফের রেল দুর্ঘটনা দেশে! গভীর রাতে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেস। শনিবার রাত আড়াইটে নাগাদ উত্তরপ্রদেশের কানপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে৷ ট্রেনে ১৩০০ জন যাত্রী ছিলেন৷ যদিও…

sab

কলকাতা: ফের রেল দুর্ঘটনা দেশে! গভীর রাতে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেস। শনিবার রাত আড়াইটে নাগাদ উত্তরপ্রদেশের কানপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে৷ ট্রেনে ১৩০০ জন যাত্রী ছিলেন৷ যদিও হতাহতের কোনও খবর নেই৷ বারাণসী থেকে আমদাবাদে যাচ্ছিল ট্রেনটি।

 

জানা গিয়েছে, রেল লাইনের উপর পড়ে থাকা বোল্ডারে ধাক্কা খেয়েই লাইনচ্যুত হয়ে যায় সবরমতী এক্সপ্রেসের অন্তত ২০টি কামরা৷ কানপুর ও ভীমসেন স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি ঝাঁসির দিকে যাচ্ছিল৷ আচমকাই বোল্ডারে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে৷ ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর মিলেছে। দুর্ঘটনার ফলে সংশ্লিষ্ট রুটে ব্যাহত ট্রেন পরিষেবা। ঘটনার তদন্ত শুরু করেছে রেল। কয়েকটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে৷ নম্বরগুলি হল- ০৫৩২-২৪০৮১২৮ (0532-2408128০, ০৫৩২-২৪০৭৩৫৩ ৯0532-2407353০ এবং ০৫৩২-২৪০৮১৪৯৯ (0532-24081499)।