অবশেষে স্বস্তি! কেন্দ্রকে বকেয়া টাকা মেটাল ভোডাফোন, এয়ারটেল

অবশেষে স্বস্তি! কেন্দ্রকে বকেয়া টাকা মেটাল ভোডাফোন, এয়ারটেল

imagesmissing

নয়াদিল্লি: মঙ্গলবার স্পেকট্রাম বাবদ বকেয়া ৩,০৪৩ কোটি টাকা মেটাল ভোডাফেন আইডিয়া৷ টেলিকমিউনিকেশন দফতরের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে৷  

ভোডাফোন আইডিয়া লিমিটেডের বকেয়া অর্থের পরিমাণ ছিল ৫৩,০৩৮ কোটি টাকা। এর মধ্যে স্পেকট্রাম বাবদ বকেয়া ছিল ২৪,৭২৯ কোটি টাকা। লাইসেন্স ফি হিসেবে দিতে হবে ২৮,৩০৯ কোটি টাকা৷ এই বিপুল পরিমাণ ঋণের বোঝা নিয়ে ভোডাফোন আইডিয়ার এদিনের পদক্ষেপ নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ৷ দুটি কিস্তিতে এজিআর ( অ্যডজাস্ট গ্রস রেভিনিউ) –এর কাছে ৩,০৪৩ কোটি টাকা শোধ করল এই টেলিকম সংস্থা৷

গত ২৯ ফেব্রুয়ারি টেলিকম মন্ত্রক বাকে বকেয়া শোধ করে ভারতী এয়ারটেল৷ শনিবার কেন্দ্রকে অতিরিক্ত ৮ হাজার কোটি টাকা মিটিয়ে দিয়েছে এই সংস্থা৷ গত ১৭ ফেব্রুয়ারি ১০ হাজার কোটি টাকা ডিওটিকে মিটিয়েছিল এই টেলিকম সংস্থা৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই বয়েকা মেটাল দুই টেলিকম সংস্থা৷ এজিআর রায় এবং ডিওটি–র নির্দেশিকা অনুযায়ী, স্পেকট্রাম ব্যবহারের মূল্য, লাইসেন্স ফি সহ বিভিন্ন খাতে এই টাকা মেটানো হল কেন্দ্রকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *