পুলিশি নিরাপত্তা চেয়ে হাই কোর্টে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ! কী বলল আদালত?

কলকাতা: তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তীব্র আন্দোলনের মুখে পড়ে অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। এবারপুলিশি নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ  আরজিকর…

sandeep1

কলকাতা: তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তীব্র আন্দোলনের মুখে পড়ে অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। এবারপুলিশি নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ  আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ৷ শুক্রবার দ্রুত শুনানি চেয়ে হাই কোর্টে আবেদন জানান সন্দীপ৷ তবে তাঁর আবেদন খারিজ করে দেয় আদালত৷ মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে।

 

সন্দীপ ঘোষ অধ্যক্ষের পদে থাকাকালীন গত ৮ অগাস্ট রাতে ধর্ষণ করে খুন করা হয় এক তরুণী চিকিৎসককে৷ তীব্র আন্দোলনের মাঝে তড়িঘড়ি অধ্যক্ষে পদ থেকে ইস্তফা দেন তিনি৷ কিন্তু, এর পরেই সন্দীপকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে বদলি করা হয়৷ ন্যাশনাল মেডিক্যালের পড়ুয়ারা তাঁকে অধ্যক্ষ পদে মানতে নারাজ৷ সেখানেও শুরু হয় প্রবল বিক্ষোভ৷ হাই কোর্টে মামলা হয়৷ এর পরই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি এস শিবজ্ঞানমের বেঞ্চ সন্দীপকে লম্বা ছুটিতে যাওয়ার নির্দেশ দেয়৷ আদালত এও জানায়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নিতে পারবেন না সন্দীপ। এরই মধ্যে নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ৷