আরজি করে ভাঙচুর: ধৃতের সংখ্যা বেড়ে ১৯, সোশ্যাল মিডিয়ার সহায়তায় পুলিশের জালে পাঁচ

কলকাতা: মেয়েদের ‘রাত দখলে’র রাতে রীতিমতো তাণ্ডব চলে আরজি কর হাসপাতালে৷  জরুরি বিভাগে ঢুকে সবকিছু লন্ডভন্ড করে দেওয়া হয়৷ ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে৷ ভাঙা…

RG

কলকাতা: মেয়েদের ‘রাত দখলে’র রাতে রীতিমতো তাণ্ডব চলে আরজি কর হাসপাতালে৷  জরুরি বিভাগে ঢুকে সবকিছু লন্ডভন্ড করে দেওয়া হয়৷ ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে৷ ভাঙা হয় হাসপাতালের কাঁচের জানলা৷ সেই ঘটনায় এখনও পর্যন্ত এখনও ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে এক্স  হ্যান্ডলে একটি পোস্ট করে কলকাতা পুলিশের তরফে এ কথা জানানো হয়েছে।  লালবাজারের তরফে এও জানানো হয়েছে যে, সোশ্যাল মিডিয়ার সহায়তায় আরও পাঁচ জন হামলাকারীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে৷

 

বৃহস্পতিবার রাত পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছিল। বেশ কয়েক জন পুরুষ ও মহিলাকে লাল গোল দাগে চিহ্নিত করে ‘সন্ধান চাই’ বলে পোস্ট করেছিল লাল বাজার৷ সেখানে লেখা হয়, নীচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে, তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ, সরাসরি আমাদের জানান, অথবা বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে জানান।’’

 

শুক্রবারও কয়েক জনের ছবি পোস্ট করে কলকাতা পুলিশের এক্স হ্যান্ডলের পোস্টে লেখা হয়েছে, “যদি আপনারা আমাদের আগের পোস্ট থেকে কোনও অভিযুক্তকে শনাক্ত করতে পারেন, তবে দয়া করে আমাদের জানান।”

 

শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে কয়েক জনের ছবি পোস্ট করে ফের কলকাতা পুলিশের তরফে লেখা হয়েছে, “যদি আপনারা আমাদের আগের পোস্ট থেকে কোনও অভিযুক্তকে শনাক্ত করতে পারেন, তবে দয়া করে আমাদের জানান। আপনাদের সহযোগিতা ও বিশ্বাসের জন্য ধন্যবাদ৷”