বাংলাদেশ কী করল? ভারতের সঙ্গে যোগাযোগ আমেরিকার!

দিল্লি: বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছে আমেরিকা। একইসাথে, পদ্মাপারের পরিস্থিতি নিয়ে যোগাযোগ রাখছে ভারত-সহ একাধিক…

Picsart 24 08 16 03 51 01 025 1

দিল্লি: বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছে আমেরিকা। একইসাথে, পদ্মাপারের পরিস্থিতি নিয়ে যোগাযোগ রাখছে ভারত-সহ একাধিক দেশের সঙ্গে। বাংলাদেশ প্রসঙ্গে এ কথা জানিয়েছেন আমেরিকার বিদেশ দফতরের সহকারী মুখপাত্র বেদান্ত প্যাটেল। কিন্তু কারণটা কী?

মুহাম্মদ ইউনূস অলরেডি হিংসা থামানোর বার্তা দিয়েছেন। তাঁর সেই বার্তাকে স্বাগত জানিয়েছেন আমেরিকার বিদেশ দফতরের সহকারী মুখপাত্র বেদান্ত প্যাটেল।

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগের আঁচ পড়েছে আমেরিকাতেও। এই পরিস্থিতিতে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগের প্রেক্ষিতে আমেরিকা যাতে পদক্ষেপ করে, সে বিষয়ে একটা সংগঠনের তরফে আর্জি গেছে হোয়াইট হাউসে। আমেরিকার প্রেসিডেন্ট এক্ষেত্রে কেন চুপ, তা নিয়েও প্রশ্ন তুলেছে ওই সংগঠন। এ সবের মধ্যে আমেরিকার ওই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।