BJP
কলকাতা: রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালির সড়বেরিয়া গ্রামে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়ে মার খেয়ে হয় ইডি-র আধিকারিকদের৷ শুক্রবারের ঘটনার পর থেকে এখনও পলাতক তৃণমূল নেতা৷ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার বসিরহাটের ন্যাজাট থানা ঘেরাও অভিযানে নামল বিজেপি। এই অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়৷ ইভিযানের নেতৃত্বে রয়েছেন বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি’র এই কর্মসূচি ঘিরে উত্তাল ন্যাজাট। অভিযান রুখতে থানা এলাকায় ১৪৪ ধারা জারি করে পুলিশ। কিন্তু, তা অমান্য করেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিজেপি নেতা-কর্মীরা। তাদের বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে৷ সুকান্তের অভিযোগ, তাঁদের রুখতে মহিলা পুলিশ কর্মীদের এগিয়ে দেওয়া হয়েছে। এর পরই থানার অদূরে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তিনি। প্রসঙ্গত,শাহজাহানের বাড়ি ন্যাজেট থানার অন্তর্গত৷