আরজি কর-কাণ্ডে উদ্বেগে শিক্ষক মহল, উঠল স্কুল স্তরে আত্মরক্ষার পাঠ ফেরানোর দাবি

কলকাতা: আরজিকর কাণ্ডের নৃশংসতা গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছে৷ উদ্বেগ বাড়ছে শিক্ষক মহলেও। দাবি উঠেছে, মহিলাদের নিরাপত্তার স্বার্থে স্কুল স্তর থেকেই আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হোক৷ এই মর্মে…

self diffence

কলকাতা: আরজিকর কাণ্ডের নৃশংসতা গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছে৷ উদ্বেগ বাড়ছে শিক্ষক মহলেও। দাবি উঠেছে, মহিলাদের নিরাপত্তার স্বার্থে স্কুল স্তর থেকেই আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হোক৷ এই মর্মে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠিও দিল শিক্ষক সংগঠনগুলি। ‌

শিক্ষক মহলের একাংশের বক্তব্য, ছাত্রীদের নিরাপত্তা রক্ষা যেমন জরুরি, তেমনই পরিস্থিতি মোকাবিলার  জন্য গোড়া থেকেই আত্মরক্ষার প্রশিক্ষণেরও প্রয়োজন রয়েছে। এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মীর সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, “আমরা মনে করি, স্কুল স্তর থেকেই মেয়েদের নিজেদের নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়া উচিত৷ তাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া উচিত। তাই শিক্ষামন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত মেয়েদের ক্যারাটে ও মার্শাল আর্ট শেখানো বাধ্যতামূলক করা হোক। সরকার সংবেদনশীল হলে নিশ্চয় এই পদক্ষেপ করা হবে।” উল্লেখ্য, কিছু কিছু স্কুল নিজ উদ্যোগে ছাত্রীদের আত্মরক্ষার পাঠ দিয়ে থাকে৷